তথ্যপ্রযুক্তি ডেস্ক
৩১ মার্চ ২০২৫
ঈদ মানেই আনন্দ আর শুভেচ্ছা বিনিময়ের সময়। নব্বই দশকের ছেলেমেয়েদের শৈশবের একটি বড় অংশ জুড়ে আছে ঈদ কার্ড। এর আগে বহুকাল আগে থেকেই মানুষের ঈদ কার্ড বা চিঠি দিয়ে ঈদের শুভেচ্ছা জানানোর চল ছিল। কিন্তু শেষ ১০-১৫ বছরে হারিয়েছে ঈদ কার্ড দেওয়া নেওয়া। সেই স্থান নিয়েছে মোবাইলের মেসেজ।
এখন সবাই ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দেন মেসেজের মাধ্যমেই। তবে শৈশবের স্মৃতি কিছুটা ফিরিয়ে আনতে পারেন। এখন ডিজিটাল যুগে হাতের মোবাইল বা কম্পিউটার দিয়েই সুন্দর ডিজিটাল ঈদ কার্ড তৈরি করা যায়। এতে সময়ও কম লাগে এবং খুব সহজেই সোশ্যাল মিডিয়া বা মেসেজের মাধ্যমে পাঠানো যায়।
কয়েকটি জনপ্রিয় ফ্রি অ্যাপ ও প্ল্যাটফর্ম সম্পর্কে জেনে নিন, যেগুলো দিয়ে সহজেই ডিজিটাল ঈদ কার্ড বানাতে পারবেন-
১. ক্যানভা
এই অ্যাপে হাজারো রেডি-মেড ঈদ টেমপ্লেট পাবেন। এতে সহজ ড্র্যাগ-অ্যান্ড-ড্রপ ইন্টারফেস করতে পারবেন। ছবি, টেক্সট, স্টিকার ও ফন্ট পরিবর্তন করতে পারবেন। মোবাইল ও ওয়েব ভার্সনে যে কোনোটায় ব্যবহার করতে পারবেন। গুগল প্লেস্টোর থেকে অ্যাপটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন।
কীভাবে বানাবেন?
>> প্রথমে পিসিতে ক্যানভা ডটকম ওয়েব সাইট ব্রাউজ করুন কিংবা মোবাইলে অ্যাপ ওপেন করুন।
>> ঈদ কার্ড লিখে সার্চ করুন।
>> একটি টেমপ্লেট বেছে নিয়ে নিজের মতো করে কাস্টমাইজ করুন।
>> ডাউনলোড করে বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন।
২. অ্যাডব এক্সপ্রেস
যারা প্রফেশনাল ডিজাইন করতে চান তাদের জন্য এই অ্যাপ সেরা। এতে ফ্রি টেমপ্লেট ও ইফেক্টস পাবেন। মোবাইল এবং ওয়েব ভার্সন সাপোর্ট করে এবং সহজে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়।
কীভাবে বানাবেন?
>> প্রথমে পিসিতে অ্যাডব এক্সপ্রেস বা অ্যাপ ওপেন করুন।
>> ঈদের জন্য উপযুক্ত একটি টেমপ্লেট নির্বাচন করুন।
>> নিজের পছন্দের ছবি, লেখা ও ডিজাইন যোগ করুন।
>> ফাইনাল ডিজাইনটি ডাউনলোড করুন।
৩. পিক্সআর্ট
এই অ্যাপের বিশেষত্ব হচ্ছে এতে ফটো এডিটিং এবং গ্রাফিক্স ডিজাইনের জন্য চমৎকার। স্টিকার, ফিল্টার ও ঈদ থিমের ইফেক্ট যুক্ত করা যায় এবং ফোনে খুব সহজেই কাজ করা যায়।
কীভাবে বানাবেন?
>> পিক্সআর্ট অ্যাপ ওপেন করুন।
>> একটি ব্ল্যাঙ্ক ইমেজ বা রেডিমেড টেমপ্লেট ব্যবহার করুন।
>> স্টিকার, ফন্ট এবং ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ঈদের থিম তৈরি করুন।
>> কার্ডটি ডাউনলোড করে শেয়ার করুন।
৪. গ্রেটিং আইল্যান্ড
এটি ব্যবহার করতে পারবেন ডেক্সটপ ভার্সনে। সহজে অনলাইন ঈদ কার্ড বানিয়ে, ডাউনলোড বা সরাসরি শেয়ার করার অপশন আছে। কাস্টমাইজড টেক্সট ও ডিজাইন যুক্ত করা যায়।
কীভাবে বানাবেন?
>> ডেক্সটপ থেকে গ্রেটিং আইল্যান্ড ওয়েবসাইটে যান।
>> ঈদ কার্ড অপশনে গিয়ে একটি ডিজাইন বেছে নিন।
>> নিজের নাম, মেসেজ ও অন্যান্য ডিজাইন উপাদান যুক্ত করুন।
>> জেপিজি বা পিডিএফ আকারে ডাউনলোড করুন অথবা সরাসরি শেয়ার করুন।
৫. ফোটোর
এই অ্যাপে সহজ এবং দ্রুত কার্ড ডিজাইন করা যায়। প্রচুর ফ্রি টেমপ্লেট রয়েছে। ওয়েব ও মোবাইল ভার্সন সাপোর্ট করবে এই অ্যাপ।
কীভাবে বানাবেন?
> ফোটোর ওয়েবসাইটে ব্রাউজ করুন কিংবা অ্যাপে যান।
>> ঈদ কার্ড বা হলিডে কার্ড লিখে সার্চ করুন।
>> আপনার পছন্দের ডিজাইনটি কাস্টমাইজ করুন।
>> কার্ডটি ডাউনলোড করুন এবং ঈদের শুভেচ্ছা পাঠান।
জ উ/ এনজি