রাত ৪:১৬ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ডিআরইউকে ক্রোকারিজ উপহার দিল ‘ট্যাপট্যাপ সেন্ড’

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৫

 

 

জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর উদ্যোগে বিদেশ থেকে টাকা পাঠানোর অ্যাপ ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্যান্টিনে ক্রোকারিজ সামগ্রী উপহার দেয়া হয়েছে।

আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্যান্টিনে এক হস্তান্তর অনুষ্ঠানে বিভিন্ন আইটেমের ৫১৪পিস ক্রোকারিজ উপহার দেওয়া হয়।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর যৌথ আয়োজনে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশ এর অ্যাম্বাসেডর ও মিডিয়া কো অর্ডিনেটর মাহমুদুল হাসান। ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সদস্য আতিকুর রহমান। আরো বক্তব্য রাখেন ডিআরইউ সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ সহ-সভাপতি গাযী আনোয়ার, জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর সহ-আহবায়ক জিয়াউল হক সবুজ, সদস্য সচিব মো: মিয়া হোসেন, ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ণ সম্পাদক ছলিম উল্লাহ মেজবাহ। আরো উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ‘ট্যাপট্যাপ সেন্ড’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সেই সাথে ভবিষ্যতে সাংবাদিকদের সাথে বিভিন্ন কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *