রাত ৩:২০ | সোমবার | ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া ‘নায়লা’ পেলো মায়ের কোল

নিজস্ব প্রতিবেদক

২০ এপ্রিল ২০২৫

 

সোনারগাঁওয়ের ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া নবজাতক ‘নায়লা’ পেল পরিবার; পেল আদর সোহাগ ভরা উষ্ণ মায়ের কোল। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে রাজধানীর সাইন বোর্ড¯’ বাংলাদেশ নবজাতক হাসপাতালে ৮১ দিন সুচিকিৎসার পর অসহায় এ শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এক নিঃসন্তান ব্যবসায়ী দম্পতির কাছে দত্তক দেওয়া হয়।

আজ ২০ এপ্রিল রোববার দুপুরে বাংলাদেশ নবজাতক হাসপাতালে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. মজিবুর রহমান মুজিব। এ সময় নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা ও সোনারগাঁও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. ইকবাল হোসেনসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থি’ত ছিলেন। শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে ওই দম্পতির নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না।

ডা. মজিবুর রহমান জানান, চলতি বছরের ২৯ জানুয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মগরাপাড়া ইউনিয়নের হাবিবপুর চৌরাস্তার একটি ডাস্টবিন থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান মাহমুদা সুলতানা আসমা মুমুর্ষ ওই নবজাতকটির সুচিকিৎসার দায়িত্ব নেন। ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সেখানে সার্বিক সেবা-সুশ্রষায় নবজাতকটি সুস্থ ওঠে।

ডা. মুজিব নিঃষ্পাপ নবজাতকদের এভাবে আস্তাকুড়ে ফেলে না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, জন্মদাতা মা তার গর্ভজাত সন্তান প্রতিপালনে অক্ষম হলে তারা যেনো ডা. মুজিব নিউবর্ন ফাউন্ডেশনে যোগাযোগ করেন। তার পরিচয় গোপন রেখেই ওই নবজাতককে গ্রহণ করা হবে। এছাড়া কোথাও কোনো নবজাতককে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেলে যে কেউ ফাউন্ডেশনের মোবাইল ফোন নম্বরে (০১৮-১৭৭৭৭৭২২) যোগাযোগ করলে তারা তাকে উদ্ধার করে সুচিকিৎসা ও নিরাপদ আশ্রয় দিবেন।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *