নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টম্বর ২০২৪
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ) সকালে বর্নি ইউনিয়ন পরিষদ চত্বরে বর্নি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বর্নি ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবীর। আর প্রধান অতিথি ছিলেন টুঙ্গিপাড়া থানা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন।
কর্মিসভায় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ নাসির, পৌর বিএনপির সদস্যসচিব ইমদাদ হোসেন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এসএম সাগর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ জসিম উদ্দিন,স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রশিদ মল্লিক, সাবেক ছাত্রদলের নেতা ইয়াসিন মোল্লা প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি শেখ সালাউদ্দিন বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি কাজ করবে। আমরা কোনো অরাজকতা চাই না। আর বসে থাকা যাবে না। এ সময় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
জা ই / এনজি