টানা চার জয়ে শীর্ষস্থান অক্ষুন্ন মোহামেডানের

বিশেষ সংবাদদাতা
২০ ডিসেম্বর ২০২৪

 

উড়ছে মোহামেডান। জিতেই চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে। বসুন্ধরা কিংস ও আবাহনীকে হারানোর পর এবার সাদা-কালোদের শিকার পুলিশ ফুটবল ক্লাব। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে তিন বিদেশির গোলে মোহামেডান ৩-১ ব্যবধানে জিতেছে পুলিশের বিপক্ষে।

উজবেকিস্তানের মুজাফফরের পাস থেকে গোল করে মোহামেডানকে ৩১ মিনিটে লিড এনে দেন নাইজেরিয়ান এমানুয়েল টনি। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আরেক নাইজেরিয়ান সানডে। বিরতির ঠিক আগ মুহূর্তে গোল করে ব্যবধান ২-১ করেছিলেন পুলিশের আল-আমিন।

বিরতির আগে একটি গোল শোধ করতে পারলেও ম্যাচে আর ফিরতে পারেনি পুলিশ। ৭১ মিনিটে মোহামেডানের অধিনায়ক মালির সোলেমান দিয়াবাতে গোল করলে ৩-১ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল।

৪ ম্যাচে ১২ পয়েন্ট মোহামেডানের। অন্যদিকে সমান ম্যাচে ২ হারে পুলিশ ৬ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। পরপর দুই ম্যাচ জয়ের পর দ্বিতীয় হার দেখলো পুলিশ। যদিও তারা আগের ম্যাচ দুটি জিতেছিল নবাগত দুই দল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের বিপক্ষে।

এই ম্যাচে গোল করা পুলিশের আল-আমিন ও মোহামেডানের সোলেমান দিয়াবাতে ৫ গোল নিয়ে আছেন শীর্ষে। বিদেশি ফুটবলারদের সঙ্গে গোলের পাল্লা দিয়ে চলেছেন স্থানীয়রাও। শীর্ষ ১০ গোলদাতার মধ্যে ৫ জনই স্থানীয়।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *