রাত ১১:০৯ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

টাইমসের সেরা তালিকায় পাকিস্তানের ৪৭ বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫

 

মার্কিন সাময়িকী টাইমসের সেরা বিশ্ববিদ্যায়ের তালিকায় স্থান পেয়েছে পাকিস্তানের ৪৭টি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রসঙ্গত, প্রতি বছরই ‘টাইমস হায়ার এডুকেশন (দি) ওয়ার্ল্ড ইউনিভার্সিসি র‌্যাংকিং ২০২৫’ নামের এ তালিকা প্রকাশ করে টাইমস। শিক্ষা ও পাঠদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, বাণিজ্যিক শিল্পের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক ইমেজ— এ পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে বিভিন্ন দেশের দেশের শীর্ষ কয়েক হাজার বিশ্ববিদ্যালয়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে প্রস্তুত করা হয় এ তালিকা।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৫-এ পাকিস্তানের ৪৭টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, সেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ইসলামাবাদের কায়েদে-ই-আজম বিশ্ববিদ্যালয়। তালিকার ৪০১ থেকে ৫৫০’র রেঞ্জ বা সারিতে জায়গা করে নিয়েছে এ বিশ্ববিদ্যালয়টি।

এছাড়া এয়ার ইউনিভার্সিটি ইসলামাবাদ, ক্যাপিটাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কমসাটস ইউনিভার্সিটি ইসলামাবাদ, ন্যাশনাল ইউনিভার্সিটিড অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইসলামাবাদ, সুক্কুর আইবিএ ইউনিভার্সিটিসহ আরও ৩টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে টাইমস সাময়িকীর তালিকার ৬০১ থেকে ৮০০’র রেঞ্জে।

তালিকার ৮০১ থেকে ১ হাজরের রেঞ্জে স্থান করে নিয়েছে আবদুল ওয়ালি খান ইউনিভার্সিটি মারদান, লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্স, ইউনিভার্সিটি অব সেন্ট্রাল পাঞ্জাব লাহোর, ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি পেশোয়ারসহ আরও ১০টি বিশ্ববিদ্যালয়।

এছাড়া তালিখার ১ হাজার ১ থেকে ১ হাজার ২০০ এবং ১ হাজার ২০১ থেকে ১ হাজার ৫০০ তম রেঞ্জে স্থান পেয়েছে যথাক্রমে ১২টি ও ৮টি বিশ্ববিদ্যালয়।

‘দি ওয়ার্ল্ড ইউনিভার্সিসি র‌্যাংকিং ২০২৫’ প্রস্তুতের জন্য বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার ৮৬০টি বিশ্ববিদ্যালয়ের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করেছে টাইমস। এ তালিকায় শীর্ষে রয়েছে অক্সফোর্ড। অবশ্য গত ৯ বছর ধরেই এ অবস্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়টি।

 

 

সূত্র : গালফ নিউজ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *