সকাল ১১:৫৭ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জুলাই বিপ্লবে আহত ১৫০ রোগীর মধ্যে ২৪ জনের অস্ত্রোপচার করলো যুক্তরাজ্যের চিকিৎসক দল

জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ মার্চ ২০২৫

 

জুলাই বিপ্লবে চোখে গুলিবিদ্ধ হয়ে আহতদের ২৪ জনের অস্ত্রোপচার করেছে সফররত যুক্তরাজ্যের দুই বিশেষজ্ঞ চিকিৎসক। সোমবার (১০ মার্চ) রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ১২ জনের অস্ত্রোপচার হয়। এর আগে রোববার ১২ জনের অস্ত্রোপচার করে এই টিম।

সপ্তাহের শুরুতে জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের বিখ্যাত মরফিল্ড আই হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ ডা. মাহী মুকিত ও ডা. নিয়াজ ইসলামকে নিয়ে আসা হয়েছে। শনিবার সকাল থেকে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এই দুই বিশেষজ্ঞ জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসা দিয়েছেন। রোববারও চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচার করেন, সোমবারও তারা অস্ত্রোপচার করেছেন।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী পরিচালক ডা. রেজওয়ানুর রহমান সোহেল জাগো নিউজকে বলেন, এ পর্যন্ত দুই শতাধিক রোগী দেখেছেন। তন্মধ্যে ২৮ জনের অস্ত্রোপচারের প্রয়োজন বলে মত দিয়েছেন। বাকিদের চিকিৎসা দিয়েছেন।

তিনি বলেন, জুলাই আন্দোলনের আহতদের সবার সর্বোচ্চ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা দেশি-বিদেশি চিকিৎসক টিম করে দিয়েছি। সিঙ্গাপুরের চিকিৎসকদের পর গত তিনদিন যাব্ত আমাদের হাসপাতালে যুক্তরাজ্যের চিকিৎসক দল চিকিৎসা দিচ্ছেন। তাদের সার্বিক সহায়তা করছে আমাদের দেশীয় চিকিৎসক দল। এতে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতের পাশাপাশি আমাদের চিকিৎসকদেরও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হচ্ছে।

এ বিষয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে জুলাই আহতদের চিকিৎসা সমন্বয়ক ও সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা নীলা বলেন, যুক্তরাজ্যের বিখ্যাত মরফিল্ড আই হাসপাতালের রেটিনা বিশেষজ্ঞ দুই চিকিৎসকের নেতৃত্বে রোববার ১২ জনের অস্ত্রোপচার হয়েছে। আজ ১৬ জনের মধ্যে ৭ জনের অস্ত্রোপচার হয়ে গেছে। বাকিগুলোও একে একে হবে। তবে, চারজন রোগী এখনও নিজেরাই অস্ত্রোপচারে সম্মত নয়। তারা সম্মত হলে করা হবে, না হয় ১২জনেই থাকছে আজকের অস্ত্রোপচার।

 

জ উ / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *