বিনোদন ডেস্ক
১১ এপ্রিল ২০২৫
কিছু ঘটনা মুহূর্তে বদলে দেয় জীবন। বলিউড অভিনেতা ইমরান হাশমির ক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। ২০১৪ সালে তার ছেলের ক্যানসার ধরা পড়ে। ছোট আয়ানের শরীরে মারণ ব্যাধি ধরা পড়ে। এমনকি, একটি কিডনিও নষ্ট হয়ে যায়। ইমরান নিজের বইয়ে তার যন্ত্রণার দিনগুলো তুলে ধরেছেন।
সম্প্রতি একটি পডকাস্টে ইমরান সেই সময়ে তার যে মানসিক অস্থিরতার মধ্যে কেটেছিল, সেই ঘটনা তুলে ধরেন। মাত্র ১২ ঘণ্টার মধ্যেই নাকি জীবন বদলে গিয়েছিল তার। যেদিন প্রথম জানতে পারেন মারণ রোগে আক্রান্ত ছেলে, সেই দিনটা মনেও করতে চান না অভিনেতা।
ইমরান জানান, তার স্ত্রী সবসময় তাকে লড়াইয়ের সাহস জুগিয়েছিলেন। তবে এই ব্যাপারে ছেলের কাছেও কোনও রাখঢাক রাখতে চান না ইমরান। নিজের লেখা বইয়ে সবটা লিখে রেখেছেন তিনি। যাতে জীবনের এই কঠিন দিনগুলোর কথা জানতে পারে তার ছেলেও।
পনেরো বছর বয়স হয়েছে ছেলের। জীবনের অনেক উত্থান-পতনের মাঝে ছেলের এই কঠিন দিনগুলো আজও তাঁকে ভীষণ ভাবে ভাবায়। এই সময়টা কখনও জীবনের অধ্যায় থেকে বাদ যাবে না বলেও জানিয়েছেন ইমরান।
একদিন দুপুরে পুরো পরিবারের সঙ্গে খেতে বসেছিলেন। সেদিন কিছু লক্ষ্মণ দেখে ছেলের শরীরে ক্যানসার বাসা বেঁধেছে বুঝতে পারেন অভিনেতা। এক মুহূর্ত অপেক্ষা না করে হাসপাতালে ছুটেছিলেন ইমরান। তা পরের মাত্র ১২ ঘণ্টা সময়ে বদলে গিয়েছিল সবটা।
টানা পাঁচ বছর তেমনই অবস্থার মধ্যে দিয়ে কেটেছে তার। এখন চিকিৎসার পর সুস্থও হয়ে উঠেছেন আয়ান। তবে তেমন ভয়ংকর দিনগুলো বড় শিক্ষা দিয়েছে অভিনেতাকে।
ফা আ/ এনজি