সকাল ৯:৪৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জামায়াত-শিবির নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্ত ‘অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অন্যায়’ : ডাঃ শফিকুর রহমান 

নিজস্ব প্রতিবেদক

০১ আগস্ট ২০২৪

 

জামায়াতে ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর অভিযোগে সরকারের নিষিদ্ধ ঘোষণার সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অন্যায়’ অভিহিত করে এর নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী।

সরকারের প্রজ্ঞাপন জারির পর সংগঠনটির আমির  ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।

কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলমের স্বাক্ষরে আমিরের বিবৃতিটি গণমাধ্যমে পাঠানো হয়।

বিবৃতিতে জামায়াতের আমির বলেন. ‘‘ সরকার গত ১৬ বছর যাবত জামায়াতের উপর জুলুম-নিপীড়ন চালিয়েছে। জামায়াতের ধৈরযের সাথে সকল পরিস্থিতি মোকাবিলা করেছে। ফলে এই দলের প্রতি মানুষের সহানুভূতি, ভালোবাসা ও সমর্থন বেড়েছে। জামায়াত কোটি কোটি মানুষের সংগঠন। বাংলাদেশের সংবিধান সকল নাগরিকদের সভা-সমাবেশ করার অধিকার দিয়েছে।”

‘‘ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে সংবিধান লঙ্ঘন করেছে।আমরা সরকারের এই অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও অন্যায় সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

শফিকুর রহমান বলেন, ‘‘ সরকার নিষিদ্ধ করলেই জামায়াতে ইসলামীর মূল কাজ ইসলামের দাওয়াত, মানুষের চরিত্র সংশোধন ও ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার কাজ কখনো বন্ধ হবে না। আমি দলের সকল স্তরেরর জনশক্তিকে ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানাচ্ছি।”

‘‘‘‘সরকার দেশে গণহত্যা চালিয়ে বিরোধী রাজনৈতিক দলের উপর দোষ চাপানোর যে অপচেষ্টা চালিয়েছে তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। তদ্রুপ তারা বিভিন্ন অঘটন ঘটিয়ে জামায়াতের উপর দোষ চাপানোর চেষ্টা চালাতে পারে।এ ব্যাপারে দেশবাসীসহ সবাইকে সর্তক থাকতে হবে। সরকারের পাতা ফাঁদে পা দেয়া যাবে না।””

আমির বলেন, ‘‘ জামায়াতে ইসলামী ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে। যুগে যুগে ইসলামের উপর কোনো আঘাতই এই আন্দোলনকে স্তব্ধ করতে পারেনি। বর্তমান সরকারসহ কারো আঘাতেই ইসলামী আন্দোলন স্তব্ধ হবে না, ইনশাল্লাহ।”

‘‘ আমি দেশের প্রতিটি নাগরিককে সরকারের গণহত্যা, মানুষের অধিকার হরণ, জুলুম নিপীড়ন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার অসাংবিধানিক সিদ্ধান্তের বিরুদ্ধে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে বিশ্বের গণতান্ত্রিক দেশ, প্রতিষ্ঠান, মানবাধিকার সংস্থা ও সংগঠন এবং বিশ্ববিবেককে বাংলাদেশের ডামি সরকারের সকল অগণতান্ত্রিক কর্মকান্ডের বিরুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

 

 

জা ই/ এনজি

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *