সকাল ৭:০২ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা শেখ হাসিনার রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ : ডা. ইরান

নিজস্ব প্রতিবেদক
০২ জুলাই ২০২৪
আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি জামায়াত শিবিরকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে ব্যার্থ হয়ে সন্ত্রাস বিরোধী আইনের ডুগডুগি বাজিয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে নিষিদ্ধ করছে, যা শেখ হাসিনার রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, স্বাধীন বাংলাদেশে গনতান্ত্রিক রাজনৈতিক দল নিষিদ্ধ করা অওয়ামী লীগের স্বভাবজাত বৈশিষ্ট্য। ১৯৭৫ সালে শেখ মুজিব লেবার পার্টি সহ সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করে মানুষের বাক-ব্যাক্তি ও গণমাধ্যমের স্বাধীনতা হরন করেছিল। আওয়ামী লীগ ও শেখ হাসিনার মুখে সন্ত্রাস দমনের কথা মানায় না, কারন তারা সকল সন্ত্রাসী, খুনী, অপরাধী, নষ্ট ও ভ্রষ্টদের গডফাদার। সমাজের ৯৮ শতাংশ অপরাধী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই আওয়ামী মানেই দাঙ্গাবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসী, খুনী ও দুর্বৃত্তদের নিরাপদ আশ্রয়স্থল।
লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান বলেন, দেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগ থাকলে আলাদা ভাবে জঙ্গিবাদের দরকার নাই, কারন আওয়ামী লীগই জঙ্গিবাদের ফটোকপি। যারা ২০০৬ সালে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে জ্যান্ত মানুষকে হত্যা করে নৃত্য করে, সংখ্যালঘু দর্জি শ্রমিক বিশ্বজিৎ দাস ও বুয়েটে মেধাবী ছাত্র আবরারকে হত্যা করে, উপজেলা চেয়ারম্যান নুরবাবুকে পিটিয়ে হত্যা ও ২০২৪ সালে কোটা আন্দোলনে ছাত্রদের ওপর হায়েনার মতো অস্ত্র গোলাবারুদ নিয়ে গনহত্যায় জড়িত, তারাই উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপাতে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে আত্মরক্ষার অপচেষ্টা করছে।  ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের কারনে শেখ হাসিনা নিজেই অভিভাবকত্ব ছেড়ে দিয়েছে। ছাত্রলীগ বিগত ১৭ বছরে দেশের শিক্ষাঙ্গনকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বানিজ্য, দাঙ্গাবাজি ও অস্ত্রবাজি সহ মিনি ক্যান্টনমেন্টে পরিনত করেছে। জাহাঙ্গীরনগরের ছাত্রলীগ নেতা মানিক ধর্ষনের সেঞ্চুরি উৎসব করেছে, খাদিজা-তনু হত্যাকান্ড ও ধর্ষন বদরুল লীগের অর্জন। মা মেয়ে গণধর্ষণ ও মাথা মুন্ডন, সিলেটে এমসি কলেজ ছাত্রাবাস জ্বালিয়ে দেয়া আওয়ামী রাজনীতির অর্জন। ছাত্রলীগের পাশবিকতা থেকে ৩ মাসের শিশু থেকে ১০০ বৃদ্ধা রেহাই পায়নি। সন্ত্রাস বিরোধী আইনে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করতে হলে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে করা উচিত। আওয়ামী লীগ দেশের মানুষের কাছে একটি অভিশপ্ত দলের নাম আর ক্যাম্পাসে সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে মূর্তমান আতংকের নাম ছাত্রলীগ।
তিনি বলেন, ইতিহাস বলে কোন স্বৈরশাসক কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেনি, হিটলার যেমন পারেনি তেমনি শেখ মুজিবও পারনি। লেডি হিটলার শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। দেশের ছাত্র জনতার রাজপথের উত্তাল তরঙ্গের মধ্য দিয়েই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। তাই সকল দেশপ্রেমিক শক্তিকে দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে।
টি আই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *