রাত ৪:৫১ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জন্মদিনে ৩ হাজার ৪৯০ ঘণ্টায় তৈরি গাউন পরলেন জেনিফার লোপেজ

হেলথ ডেস্ক , এনজি
২৬ জুলাই ২০২৪

 

বয়স তার পৌঁছে গেছে ৫৫-এর কোটায়। তবুও তিনি আবেদনময়ী। তার সৌন্দর্য যেমন; কণ্ঠও তেমন। একাধারে তিনি গায়িকা, নায়িকা ও নৃত্যশিল্পী। তার গান ও নাচ ঝড় তোলে লাখো ভক্তের মনে। তাই তো বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা তুঙ্গে।

নাম তার জেনিফার লোপেজ। ‘জেলো’ নামেই তিনি বেশি পরিচিতি। দু’দিন আগেই মহাধুমধামে এই শিল্পী পালন করলেন তার ৫৫তম জন্মদিন। এদিন তার সৌন্দর্য দেখে মুগ্ধ নেটিজেনরা।

 

জন্মদিনে ৩,৪৯০ ঘণ্টায় তৈরি গাউন পরলেন জেনিফার লোপেজ

জেলো তার জন্মদিনে ভারতের বিখ্যাত পোশাকশিল্পী মণীশ মালহোত্রার ডিজাইন করা পোশাক পরে সবাইকে চমকে দেন। তার এই পোশাক তৈরিতে নিযুক্ত ছিলেন ৪০ জন শিল্পী। যারা দিন-রাত পরিশ্রম করে ভিক্টোরিয়ান ঘরানার গাউনটি তৈরি করেছেন নিঁখুতভাবে।

 

এই বয়সেও জেনিফার লোপেজের রূপ চোখধাঁধানো। তার সেই রূপ আরও বাড়িয়ে দিয়েছিল ভিক্টোরিয়ান যুগের অনুকরণে তৈরি গাউনটি। জীবনের বিশেষ দিনে মণীশের নকশা করা পোশাক বেছে নেওয়ায় পোশাকশিল্পী আপ্লুত। ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ার করেছেন জেলো।

পপতারকা জেনিফার লোপেজের এবারের জন্মদিনে ব্রিজেরটন থিম পার্টির আয়োজন করা হয়েছিল। সেই আসরের মধ্যমণি জেনিফারের এই পোশাক সবারই দৃষ্টি কাড়ে। কর্সেটের সঙ্গে ভিক্টোরিয়ান স্কার্টের যুগলবন্দি ও দু’হাত মোজায় ঢাকেন এই পপশিল্পী।

জন্মদিনে ৩,৪৯০ ঘণ্টায় তৈরি গাউন পরলেন জেনিফার লোপেজ

তার পোশাকের সৌন্দর্য বাড়িয়েছিল হাজার হাজার ক্রিস্টাল। স্কার্টের সৌন্দর্য ও ভাঁজ ধরে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল ধাতব উপকরণ। তিনি গলায় ছোট আকৃতির হীরার লকেটযুক্ত চেইন ও কানে পরেন দুল। জেলো এদিন সেজেছিলেন ভিনটেজ লুকেই।

 

 

 ফা আ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *