সকাল ৭:১৪ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছেলের মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল মায়ের

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
১২ জুলাই ২০২৪

 

চাঁপাইনবাবগঞ্জে ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গোলাপী বেগম (৩৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গোলাপী বেগম সদর উপজেলার হরিসপুর গ্রামের বাবলুর স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আনুমানিক সকাল ১০টার দিকে গোলাপী বেগম তার ছেলে মাসুদের মোটরসাইকেলের পেছনে বসে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন। এ সময় নরেন্দ্রপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

আরএআর/ এনজি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *