রাত ৪:৪৭ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছিনতাই-চাঁদাবাজি প্রতিরোধে পুলিশি টহল জোরদার করতে হবে

নিজস্ব প্রতিবেদক
২৪ ফেব্রুয়ারি ২০২৫

ছিনতাই, চাঁদাবাজি, টানা পার্টি, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি টহল আরও জোরদার করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণিবিতান, শপিংমল সমূহের নিরাপত্তা, সড়ক, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, রমজানে নানা অজুহাতে দ্রব্যমূল্য বৃদ্ধি করা হয়। এদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি শপিং মলের সামনে ও আশপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে। প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। বড় ক্যাশ বা মূল্যবান জিনিস বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা অর্থাৎ স্কট সেবা নিন।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের অন্যতম সমস্যা হচ্ছে যানজট। রমজানে যানজট নিরসনে ডিএমপির ট্রাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে। সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ করছি। সবার আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুন্দরভাবে শেষ হবে আশা করি।

এসময় সভায় বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ মতামত প্রদান করেন।

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *