রাত ৩:১৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাত্র-জনতার ওপর গুলি : চকবাজার স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে ফেনী থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
২৩ ডিসেম্বর ২০২৪

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে এভাবে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্র–জনতার অবস্থান লক্ষ্য করে গুলি করার ঘটনায় চকবাজার স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মিঠুন নগরীর চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমপির উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন। এর আগে রোববার (২২ ডিসেম্বর) তাকে ফেনী সদর থানা সুলতানপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

সিএমপি জানায়, গ্রেফতার মিঠুন চক্রবর্তী গত ১৬ জুলাই দুপুর আড়াইটার দিকে ষোলশহর ২নম্বর গেট সংলগ্ন চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন গুলিবর্ষণ করে। জুলাই-আগস্ট মাসে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিজে সরাসরি পিস্তল দিয়ে ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার পিস্তল দিয়ে গুলি ছোঁড়ার বিভিন্ন ছবি ভাইরাল হয়।

মিঠুন পাঁচলাইশের কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দখলদার, টেন্ডারবাজ ও ১৬নম্বর চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী।

উপকমিশনার (ডিসি) মো. রইছ উদ্দিন বলেন, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সরাসরি গুলি চালায় মিঠুন চক্রবর্তী। তার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে এনে ঘটনায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

 

টি আই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *