রাত ২:৫৬ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ছাগলনাইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ ২০২৫

 

 

ঢাকায় বসবাসরত ফেনীর ছাগলনাইয়া উপজেলার নাগরিকদের প্লাটফর্ম ছাগলনাইয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও ইফতার মাহফিল বুধবার রাজধানীর নয়াপল্টনস্থ সাংগ্রীলা ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
অ্যাসোসিয়েশনের সভাপতি দিদারুল আলম মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন জনাব মাষ্টার সামছুদ্দিন,মুফতি মাওলানা আব্দুল হান্নান,পেয়ার আহম্মদ মজুমদার, মোহাম্মদ ইলিয়াস, রাশেদুল হাসান রানা, প্রফেসর ডঃ জসিম উদ্দিন, প্রফেসর ডঃ আহমেদ কামরুজ্জামান, মাওঃ আযাদ হোসাইন,জাফর আহমেদ মোল্লা, মাওঃ আব্দুল হান্নান, মাষ্টার নাজমুল হাসান ও মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক মজুমদার,আবু বকর সিদ্দিক,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান ভূঁইয়া প্রমুখ।
উক্ত সভায় ফেনী ফোরাম ঢাকার সভাপতি জনাব কবির আহমদ, মাষ্টার সামছুদ্দিন ও এডভোকেট এএসএম কামাল উদ্দিনের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন আগামী ৩ বছরের জন্য ৪১ সদস্য কার্যনির্বাহী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ ঘোষণা করেন।
এতে সরকারের বিভিন্ন অঙ্গনে দায়িত্ব পালন কারী ছাগলনাইয়ার ১২ জন কৃতিসন্তানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সর্বশেষ দোয়া মুনাজাত ও ইফতারের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

 

 

জা ই/এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *