স্পোর্টস ডেস্ক
৫ মার্চ ২০২৫
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে আফগানিস্তান। তবে ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে সবার নজর কেড়েছে তারা। আর এই আসরে ব্যক্তিগত পারফরম্যান্সে নজড় কেড়েছেন আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটে বলে অলরাউন্ড পারফর্ম করেছেন তিনি। সেটার প্রভাব পড়েছে র্যাংকিংয়ে। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠে এসেছেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৩ বলে ৬৭ রান করেন ওমরজাই। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩১ বলে ৪১ রান। বল হাতেও আলো ছড়িয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বল হাতেও ৫৮ রানে ৫ উইকেট নেন তিনি।
শীর্ষ অলরাউন্ডারের মুকুট পরার যাত্রায় ওমরজাই পেছনে ফেলেছেন তারই সতীর্থ মোহাম্মদ নবিকে। বর্তমানে ২৯৬ রেটিং পয়েন্ট ওমরজাইয়ের। নবি তার চেয়ে পিছিয়ে আছেন ৪ রেটিং পয়েন্টে।
২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। এগিয়েছেন ভারতের স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্যাটেলও। তিনি ১৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৩ নম্বরে। ব্যাট হাতে ৮০ রানের পাশাপাশি ৫ উইকেট নিয়েছেন তিনি।
এদিকে ব্যাটারদের তালিকায়ও উন্নতি করেছেন ওমরজাই। ১২৬ রান করে তিনি ১২ ধাপ উন্নতি করেছেন। ২৪ নম্বরে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ৮ ধাপ উন্নতি করেছেন। এর মধ্যে দিয়ে ১৬ নম্বরে থেকে ওয়ানডে ক্যারিয়ার করলেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ওয়ানডের ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন শুভমান গিল।
বোলারদের র্যাঙ্কিংয়ে খুব বেশি কোনো পরিবর্তন আসেনি। শীর্ষস্থান ধরে রেখেছেন মাহিশ থিকশানা। আর দুই নম্বরে প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ। এদিকে তিন ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কিউই পেসার ম্যাট হেনরি। ৪ ম্যাচে ৮ উইকেট নিয়ে এই পেসার চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারি। আর মোহাম্মদ শামি ৩ ধাপ এগিয়ে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন।
জা ই / এনজি