স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫

প্রথমবার হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট। রাজনৈতিক বৈরিতার কারণে মূল আয়োজক পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারত। সে কারণে আগামী ৩ বছর দেশ দুটিতে হতে যাওয়া সকল আইসিসি ইভেন্টই একই মডেলে অনুষ্ঠিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের তিনটি ভেন্যু লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডির সঙ্গে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে।
আগামীকাল (বুধবার) নবম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান-নিউজিল্যান্ড। ৯ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে তিনটি ম্যাচের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। দিবারাত্রীর প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টায়। ৮ দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫টি ম্যাচ হবে এবং টুর্নামেন্ট চলবে ১৯ দিনব্যাপী।
টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। এ ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান-ভারতের হাইভোল্টেজ ম্যাচটি হবে ২৩ ফেব্রুয়ারি, দুবাইয়ে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড, ২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তান-বাংলাদেশ, ১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ও ২ মার্চ ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হবে।
২ মার্চ গ্রুপপর্ব শেষ হওয়ার পর, দুটি সেমিফাইনাল হবে ৪ ও ৫ মার্চ। ২০০৬ সাল থেকে ৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে আসছে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে চারটি করে দল নিয়ে দুটি গ্রুপে ম্যাচ হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। গ্রুপপর্বে তিনটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। সর্বশেষ দুই সেমির লড়াইয়ে বিজয়ী দুই দল ফাইনাল খেলবে ৯ মার্চ।
খেলা দেখবেন যেভাবে
বৈশ্বিক এই আসরের ম্যাচগুলো টিভিতে সরাসরি সম্প্রচার হবে ১২টি দেশ ও অঞ্চল থেকে। এ ছাড়া প্রথমবারের মতো কোনো আইসিসি ইভেন্ট ডিজিটাল প্লাটফর্মে সম্প্রচারিত হতে যাচ্ছে। ডিজিটাল প্লাটফর্মে মোট ১৬টি ফিডে ৯টি ভাষায় খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। ইংরেজির পাশাপাশি বাংলা, হিন্দি, মারাঠি, হারিয়ানাভি, ভোজপুরি, তামিল, তেলেগু এবং কন্নড় ভাষায় ধারাভাষ্য শুনতে পাবেন সমর্থকরা।
তবে টিভিতে খেলা দেখার ক্ষেত্রে ইংরেজির পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষায় সরাসরি খেলা উপভোগ করতে পারবেন সমর্থকরা। স্টার স্পোর্টের চ্যানেলগুলো এবং স্পোর্টস ১৮–তে এসব ভাষায় খেলা সম্প্রচারিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচ বাংলাদেশের দর্শকরা সরাসরি দেখতে পারবেন টি স্পোর্টস এবং নাগরিক টিভিতে। এ ছাড়া অনলাইনেও খেলা দেখার সুযোগ থাকছে। সরাসরি সম্প্রচার হবে টফি অ্যাপে। তা ছাড়া আইসিসির নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম আইসিসি টিভিতে ৮০টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকরা বিনামূল্যে খেলা দেখতে পারবেন।