রাত ৪:৩১ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্বে থাকা ১০০ পুলিশ বরখাস্ত

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫

 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তা নিয়ে কোনো ঘাটতি রাখতে চায় না পাকিস্তান। তাই এই আসরের নিরাপত্তায় ১২ হাজার পুলিশকে দায়িত্ব দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে দায়িত্ব পালনে অনীহা থাকায় সেখান থেকে ১০০ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যমতে বরখাস্ত হওয়া পুলিশের সদস্যরা পাঞ্জাব বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন। মূলত দীর্ঘ কর্ম-ঘণ্টার চাপে অতিষ্ঠ হয়ে ১০০ জনেরও বেশি পাকিস্তানি পুলিশ সদস্য তাদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান।

পাঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ার বলেন, ‘লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম ও হোটেলের মধ্যে দলের যাতায়াতের সময় কড়া নিরাপত্তা থাকে। সেই কাজে যারা নিযুক্ত ছিলেন, তাদের অনেকে দায়িত্ব পালন করতে চাননি। কয়েক জন আবার কাজেই আসেননি। তাই তাদের বরখাস্ত করা হয়েছে। অন্য দায়িত্বে থাকা কয়েক জনকেও বরখাস্ত করা হয়েছে।’

পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।’

দীর্ঘ ২৯ বছর নিরাপত্তাজনিত কারণে এখানে কোনো আইসিসি ইভেন্ট আয়োজন হয় না। এবার সবদল খেলতে গেলেও নিরাপত্তার কারণে পাকিস্তানে খেলতে যায়নি ভারত। তারা নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইতে। তবে বাকি দলগুলোর সবাই খেলছে পাকিস্তানে।

আয়োজক হলেও ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান। আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরেছে তারা।

 

 

জ উ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *