সকাল ৯:০১ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়ন্স ট্রফির আগমুহূর্তে বড় সুখবর দিলেন পাক অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৫

twitter sharing button
একদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অপরদিকে স্বাগতিক হিসেবে বড় চ্যালেঞ্জ নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটে তাদের বড় কোনো সাফল্য নেই। কয়েকদিন আগে শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজেও ফাইনালে হেরেছে নিউজিল্যান্ডের কাছে। সেই কিউইদের বিপক্ষে ম্যাচ দিয়েই আগামীকাল (বুধবার) পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে। তার আগে সুখবর দিলেন পাক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান
নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েন পাকিস্তানের তারকা পেসার হারিস রউফ। বৈশ্বিক আসরটিতে তাকে ফিট অবস্থায় পেতে আর সেই সিরিজে খেলানো হয়নি। তবুও ছিল অনিশ্চয়তা। সেই শঙ্কা কাটিয়ে ডানহাতি এই পেসারের ফিট হয়ে ওঠার কথা জানিয়েছেন রিজওয়ান। তার মতে– কোনো সমস্যা ছাড়াই এখন বল করতে পারছেন হারিস রউফ।
জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *