রাত ৪:২৮ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

চোখের চিকিৎসাসেবায় ওএসবিতে আরও ৩টি স্পেশাল সেবা

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি ২০২৫

 

চোখের চিকিৎসায় নতুন তিনটি বিশেষ সেবা চালু করেছে অফথ্যালমলজি সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) হাসাপাতালে। এগুলো হচ্ছে- গ্লুকোমা ক্লিনিক, রেটিনা ক্লিনিক, পেডিয়াট্রিক অফথ্যালমলজি ক্লিনিক। এতে আগের চেয়ে চোখের চিকিৎসা সেবার পরিধি বাড়বে এবং দেশে চক্ষু চিকিৎসাসেবায় নতুন দিগন্তের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা জানান। তারা জানান, এখন থেকে ডায়াবেটিসে আক্রান্ত চক্ষু রোগী এবং শিশুরাও আরও দ্রুত এবং উন্নত চিকিৎসাসেবা পাবেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত অফথ্যালমলজি সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) হাসাপাতালে নতুনভাবে তিনটি সাব স্পেশালিটি কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি ঢাকার সাবেক সভাপতি ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. এমএ হাদী ফকির।

তিনি বলেন, ওএসবিতে তিনটি সাব স্পেশালিটি উদ্বোধন করার ফলে চোখের আধুনিক চিকিৎসাসেবার মান আরও গতিশীল হবে। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, জনগণ যাতে উপকৃত হয় সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু মেশিন স্থাপন আর টেকনিশিয়ান নিয়োগ দিলেই হবে না। প্রয়োজনে দক্ষ শিক্ষক এবং চিকিৎসক যেন থাকে। যাতে মানুষ যথাযথভাবে চোখের চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে। পাশাপাশি ওএসবি যাতে প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে চিকিৎসকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের আহ্বায়ক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. শাহিনুর রহমান, অধ্যাপক ডা. সাজিদ আব্দুল খালেক, মেম্বার সেক্রেটারি ডা. মো. জিন্নু রেইন, ট্রেজারার ডা. সৈয়দ মেহবুব উল কাদির, সদস্য ডা. মো. আবদুর রশিদ, অধ্যাপক ডা. মিজানুর রহমান মিয়া এবং অধ্যাপক ডা. এম নজরুল ইসলাম প্রমুখ।

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *