ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার রাজধানীর বারিধারায় চীনের দূতাবাসে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হয়ে বৈঠক চলে দুপুর ১২টা পর্যন্ত। বিএনপির মিডিয়া সেলের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ঘণ্টাব্যাপী এ বৈঠক নিয়ে কোনো পক্ষ থেকে কিছু বলা হয়নি।
জানা গেছে, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও দেশের রাজনীতি, নির্বাচন বিষয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুন প্রতিষ্ঠায় চীন তাদের সমর্থন অব্যঅহত রাখবে বলে জানায়। বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল অর্থনৈতিক অগ্রগতিসহ নানা ইস্যুতে বাংলাদেশে পাশে থাকার জন্য চীনকে ধন্যবাদ জানান। একইসাথে ভবিষ্যতেও সহযোগিতা অব্যঅহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জা ই / এনজি