নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৪
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এমন কথা বলেছেন তার চিকিৎসকরা। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
চিকিৎসকদের পরামর্শে কিছুদিন বিএনপির মহাসচিব বিশ্রামে থাকবেন জানিয়ে তিনি বলেন, গত ১০ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল। ওই সময় তার এনজিওগ্রাম করা হয়। ১১ তারিখে তিনি হাসপাতাল থেকে রিলিজ পান। এনজিওগ্রামের রিপোর্ট ভালো এলেও চিকিৎসকরা তাকে কিছুদিন বিশ্রামে থাকতে বলেছেন। তাই আপাতত তিনি বিশ্রামে থাকবেন। তবে কতদিন কিশ্রামে থাকবেন সে বিষয়ে তিনি কিছু বলেন নি।
রোববার বিকালে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, শরীরটা ভালো নেই। রেস্টে আছি। ডাক্তার পরামর্শ দিয়েছেন আপাতত কয়েকদিন বিশ্রামে থাকতে হবে।
সর্বশেষ ৮ জুলাই দলের সাংবাদিক সম্মেলন করেন মির্জা ফখরুল। সেদিন চেয়ারপার্সনের কার্যালয়ে চলমান শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের আন্দোলন নিয়ে কথা বলেন তিনি। সেখানে তিনি কোটা সংস্কার ও শিক্ষকদের আন্দোলন নিয়ে কথা বলেন। ওই দিন রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন। তবে, ১১ জুলাই থেকে যুগপতে যুক্ত বিরোধী দলগুলোর সঙ্গে বিএনপির মতবিনিময় শুরু হলেও মির্জা ফখরুল কোনও বৈঠকে অংশগ্রহণ করেননি। এরইমধ্যে ১২ জুলাই এক দফা আন্দোলনের বছরপূর্তি পালন করেছে যুগপৎসঙ্গী গণতন্ত্র মঞ্চ। এই আয়োজনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অংশগ্রহণ করেন। শনিবার দলের একটি সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন মির্জা ফখরুল।
প্রসঙ্গত, গত ৪ মার্চ শারীরিক অসুস্থতার কারণে উন্নত চিকিৎসা নিতে সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। দেশে ফেরেন ২৩ মার্চ।
জা ই / এনজি