রাত ৪:৪৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক : ইসলাম বিরোধী সিদ্ধান্ত না নেয়াসহ ১০ বিষয়ে দুই দল

নিজস্ব প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৫

 

 

ন্যুনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ে জাতীয় নির্বাচনে পাশাপাশি ইসলামী শরিয়াহ বিরোধী সিদ্ধান্ত না নেয়ার বিষয়ে একমত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ সোমবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমীর মাওলানা সৈয়দ রেজাউল করীম চরমোনাইয়ের পীরের সঙ্গে বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। তিনি বলেন, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মাওলানা সৈয়দ রেজাউল করীমের সঙ্গে আমরা আলোচনা করেছি। এই আলোচনায় আমরা মোটামুটি ১০টি বিষয়ে একমত হয়েছি।

১০ দফার যে বিষয়গুলোতে ঐক্যমত হয়েছে সেগুলো হচ্ছে, আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সামাজ্যবাদমুক্ত স্বাধীন সার্বভৌম টেকসই রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও টাকা পাচারকারীদের দ্রুত বিচার, ভোটাধিকারসহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়া, ন্যুনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহন, দ্র্রব্যমূল্যের ঊধর্বগতি রোধে ও সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলার স্বাভাবিককরণ, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করা, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা না বলা, আগামীতে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই ব্যাপারে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকা এবং প্রশাসন বিদ্যমান ফ্যাসিবাদের দোসরদের দ্রুত অপসারণ করা।

ইসলামী শরিয়াহ বিরোধী কোনো সিদ্ধান্ত না নেওয়া এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না, এই ব্যাপারে দুই দলই ঐক্যমত প্রকাশ করেছে।

ইসলামী আন্দোলনের আমীর সৈয়দ রেজাউল করীম বলেন,যে কথাগুলো আমাদের হয়েছে, আমরা তাদের সাথে, আমাদের সাথে এবং দেশ, মানবতা এবং রাজনীতির ব্যাপারে, এগুলো বিএনপি মহাসচিব তিনি আপনাদের(গণমাধ্যমে) উপস্থাপন করেছেন। এগুলো আমাদেরও একই কথা।

দ্রুততম সময়ের নির্বাচনের বিষয়ে জানতে চাইলে আমীর বলেন, এটা আমরা আগের থেকেই বলেছি যে, দ্রুত সময়ে আমরা যে শব্দটা ব্যবহার করেছি যে, খুব বেশি সময় না নিয়ে যৌক্তিক সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি, এক থেকে দেড় বছরের মধ্যে, এরকম একটা কথা আমরা বলেছি। আর ৬ মাস তো প্রায় চলেই গেলো, আর এক বছরের মধ্যেই সুন্দর একটা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে এটাই মূলত আমাদের কথা। আমীর বলেন, আমাদের দুই দলের মধ্যে আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে।

এর আগে বেলা ১২টায় পুরানা পল্টনে বাংলাদেশ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। এই দুই নেতা সেখানে জোহরের নামাজ আদায় করেন। তারা সেখানে চরমোনাইয়ের পীরের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এই বৈঠকে ইসলামী আন্দোলনের আমীরের সাথে ছিলেন, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, মাওলানা ইমতিয়াজ আলম।

গত ২১ জানুয়ারি বরিশালে চরমোনাইয়ের পীর সাহেবের সাথে সাক্ষাত করেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। দুই দলের শীর্ষ নেতাদের ওই সাক্ষাৎ বা বৈঠকের ঘটনা দেশের ধর্মভিত্তিক ইসলামপন্থীদের রাজনীতিতে কৌতূহলের সৃষ্টি করে। এর এক সপ্তাহের মাথায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম চরমোনাাইয়ের পীরের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে গেলেন।
এর আগে ২২ জানুয়ারি খেলাফত মজলিসের আমির, মহাসচিবসহ ৯ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। খেলাফত মজলিস একসময় বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক ছিল। ২০২১ সালের অক্টোবরে একটি ‘বিশেষ প্রেক্ষাপটে’ জোট ছেড়ে যায় তারা। ২২ জানুয়ারির বৈঠকটি ছিল প্রায় তিন বছর পর। এই বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়, ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল, বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামি দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে তারা।

জাতীয় নির্বাচন সামনে রেখে জামায়াতসহ অন্য ইসলামি দলগুলোকে নিয়ে ঐক্যের চেষ্টা চলছে। গত ২৪ জানুয়ারি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলীয় এক কর্মসূচিতে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলনের আমির বলেছিলেন, আগামী জাতীয় নির্বাচনে ইসলামের পক্ষে একক বাক্স দেওয়ার প্রচেষ্টা চলছে এবং এটি চলমান রয়েছে। ইসলামি দলগুলোর এমন তৎপরতার মধ্যেই বিএনপি শীর্ষ নেতৃত্ব দলগুলোর কারও কারও সঙ্গে বৈঠক শুরু করেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা এটাকে ইসলামি দলগুলোকে কাছে টানার চেষ্টার অংশ হিসেবে দেখছেন।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *