বিকাল ৩:৫৬ | বুধবার | ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৭ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঘর ভাঙলো মুগ্ধ-রবিশের

বিনোদন ডেস্ক
১০ এপ্রিল ২০২৫

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা মুগ্ধ চাপেকর ও রবিশ দেশাইয়ের ঘর ভাঙলো। আনুষ্ঠানিকভাবে নিজেদের বিচ্ছেদের খবর শেয়ার করেছেন এই তারকা দম্পতি। সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়ে বিচ্ছেদের কারণও ব্যাখ্যা করেছেন তারা।

২০১৪ সালে জিটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘সাত্রাঙ্গি সাসুরাল’-এর সেটে মুগ্ধ ও রবিশের পরিচয়। সেই থেকে বন্ধুত্ব, প্রেম। ২০১৬ সালে বিয়ে করেন তারা। প্রায় ৯ বছর সংসার করার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

সম্প্রতি ইনস্টাগ্রামে রবিশ লিখেছেন, ‘অনেক চিন্তা-ভাবনার পর মুগ্ধ ও আমি জীবনের ভিন্ন পথ বেছে নিচ্ছি। সিদ্ধান্তটা নিয়েছি আরও এক বছর আগে। একসঙ্গে সুন্দর একটি সফর শেষ করলাম আমরা, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব ও সম্মান ছিল। এ অনুভূতিগুলো জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে।’ তিনি আরও জানান, গত এক বছর ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে নীরবে ছিলেন তারা। এবার সেই নীরবতা ভেঙে যৌথ বিবৃতির মাধ্যমে জানান দিলেন। অনুরাগীদের ও সংবাদমাধ্যমকে গুজবে কান না দেওয়ার অনুরোধও করেছেন তারা।

ওই যৌথ বিবৃতিতে তারা লিখেছেন, ‘প্রিয় অনুরাগী, শুভাকাঙ্ক্ষী ও সংবাদমাধ্যমের কাছে অনুরোধ, আমাদের প্রতি একটু সদয় ও সহানুভূতিশীল হোন। দয়া করে কোনো ভ্রান্ত তথ্য বা মিথ্যা গল্পে বিশ্বাস করবেন না। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ।’ তাদের এই ঘোষণায় হতবাক অনুরাগীরা। কারণ পর্দার বাইরে তাদের রসায়ন এবং একাধিক অনুষ্ঠানে যৌথ উপস্থিতির কারণে বরাবরই তারা প্রশংসিত ছিলেন।

মুগ্ধ চাপেকর ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকে প্রাচী মেহরার চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা লাভ করেন। ধারাবাহিকটি এখনো দর্শকমহলে সমাদৃত। অন্যদিকে, রাবিশ দেশাই ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিটি আর এল’ এবং ‘বিজয় ৬৯’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে পেয়েছেন সাধুবাদ।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *