ভোর ৫:৪০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ঘরের মাঠে ডি মারিয়াকে বিদায় দেবে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক

৩১ আগস্ট ২০২৪

 

কোপা আমেরিকার শিরোপা জয় করে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন অ্যাঞ্জেল ডি মারিয়া। এর প্রায় দেড় মাস পর আবারও বিদায় নিতে যাচ্ছেন তিনি। এবার ঘরের মাঠে আর্জেন্টাইন কিংবদন্তিকে বিদায় সংবর্ধনা দেওয়া হবে।

আগামী ৫ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের এল মনুমেন্টাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচের আগে জাতীয় দলের সতীর্থ এবং ঘরের মাঠে ভক্তদের কাছ থেকে বিদায় সংবর্ধনা গ্রহণ করবেন তিনি।

আর্জেন্টাইন গণমাধ্যস মুন্দো আলবিসেলেস্তের প্রতিবেদনে বলা হয়েছে- দেশটির সাংবাদিক লিও প্যারাডিজোর জানিয়েছে নিজ ক্লাব বেনফিকার অনুমোদনের অপেক্ষায় রয়েছে ডি মারিয়া।

যদিও এর আগে জানানো হয়েছিল চিলির বিপক্ষে এ ম্যাচে মাঠে নামার কথা ছিল তার। তবে আর্জেন্টাইন সাংবাদিক লিও প্যারাডিজো জানিয়েছে চিলির বিপক্ষে খেলবেন না ডি মারিয়া। শুধু সদ্য জয়ী কোপা আমেরিকার ট্রফি নিয়ে মাঠে প্রবেশ করবেন তিনি।

এদিকে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, দলের জন্য ডি মারিয়ার যে অবদান তার জন্য এমন শ্রদ্ধা পেতেই পারেন তিনি। আর্জেন্টাইন জাতীয় দলের প্রধান কোচ বলেন, ‘ডি মারিয়া প্রাপ্য সম্মান পাবেন। তিনি অধ্যবসায়ের একটি উদাহরণ- জিততে না পারলেও চেষ্টা চালিয়ে যাওয়া। তার ক্যারিয়ারটি একটি চলচ্চিত্রের মতো শেষ হয়েছে। তিনি জয়ী হন এবং স্বীকৃতি পান। জাতীয় দলের হয়ে খেলা সেরাদের একজন সে।’

মার্কিন যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার ফাইনাল দিয়ে রোমাঞ্চকর ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন আর্জেন্টাইন তারকা। দেশের জার্সিতে খেলা ১৪৪ ম্যাচে গোল করেছেন ৩১টি। সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার সব ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

গোল করেন ২০২১ সালে কোপা আমেরিকা ও ২০২২ সালে কাতার বিশ্বকাপ ফাইনালে। জাতীয় দলের জার্সি খুলে রাখলেও এবার ঘরের মাঠ থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা নেবেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *