সকাল ৬:২৬ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গৌরীর সঙ্গে সম্পর্ক আমির-কন্যা কি মেনে নিতে পারছেন না

বিনোদন ডেস্ক
১৮ মার্চ ২০২৫

 

 

আমির খানের ৬০তম জন্মদিনে তার কন্যা ইরা কাছে ছিলেন না। মুম্বাই ফিরেই বাবার কাছে দ্রুত দেখা করতে যান ইরা। দীর্ঘ সময় কাটিয়ে যখন বের হলেন, তখন দেখা গেছে আমির কন্যা কাঁদছেন। তাকে চোখের জল মুছতে মুছতে গাড়িতে উঠতে দেখা গেছে। পাশে বাবা, তার পিঠে হাত রেখে সামলাচ্ছেন।

গুঞ্জন শোনা যাচ্ছিল ৬০ বছরে এসে আমির খান তৃতীয় প্রেমে মজেছেন। সে কথার সত্যতা জন্মদিনের সময় আনুষ্ঠানিক ঘোষণাও করেছেন এ অভিনেতা। এসব ঘটনার পর মেয়ে এসেছিলেন বাবার কাছে। নেটিজেনদের ধারণা, হয়তো বাবার তৃতীয় সম্পর্ক ঘোষণাতেই আঘাত পেয়েছেন মেয়ে। তাই বেরিয়ে আসার সময় চোখের জল ধরে রাখতে পারেননি!

ইরা বরাবর আমিরের ঘনিষ্ঠ। প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে আমিরের বিবাহবিচ্ছেদের পর তাদের মেয়ে ইরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তখনও তার পাশে ছিলেন আমির। ইরার বিয়ের সময়েও পুরো পরিবারকে এক সারিতে দাঁড় করিয়ে দিয়েছিলেন আমির। নিজে দাঁড়িয়ে থেকে ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছেন। নিয়মিত যোগাযোগ রেখেছেন। আমির-কন্যার বিয়েতে অভিনেতার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে দেখা গিয়েছে রিনার পাশে। যেন নিজের মেয়েরই বিয়ে দিচ্ছেন। এসেছিলেন আমিরের বাকি দুই সন্তান জুনেইদ খান, আজাদ রাও খানও।

সেই জায়গা থেকেই কি ইরা মেনে নিতে পারছেন না বাবার তৃতীয় প্রেমকে? ফটো সাংবাদিকরা ধাওয়া করলেও ইরা কারও সঙ্গে কথা বলেননি। যদিও গৌরীকে প্রকাশ্যে আনার পর আমির জানিয়েছিলেন, তার দুই সাবেক স্ত্রীই নাকি তার নতুন সম্পর্কে খুশি। ছেলে-মেয়েরাও বাবাকে অভিনন্দন জানিয়েছেন।

 

 

ফা আ/ এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *