সন্ধ্যা ৭:৫৭ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘গৌরব অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ মানুষের মুখে হাসি ফোটানো’

বিনোদন ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৫

 

‘অ্যানিম্যাল’ এবং ‘পুষ্পা ২: দ্য রুল’-এর মতো ছবির মাধ্যমে দর্শকদের মাঝে আলাদাভাবে নজর কেড়েছেন রাশমিকা মান্দানা। তবে তা নিয়ে তাকে কখন অহংকার বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে দেখা যায়নি। এত সাফল্যের পরও অভিনেত্রী নম্র ভাবে সকলের সঙ্গে কথা বলেন।

অভিনেত্রী সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ‘গৌরব অর্জনের চেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য মানুষের মুখে হাসি ফোটানো।’ তিনি আরও জানান যে, তিনি যাই অর্জন করুন না কেন তিনি তার শিকড়কে কখনোই ভুলে যাবেন না।

তিনি বলেন, ‘সৌভাগ্যবশত নম্রতার জন্য আমার বাড়তি কোনও প্রচেষ্টার প্রয়োজন পড়ে না। আমরা যে সমস্ত জিনিস চাই, আমরা যা উপভোগ করি, এই সমস্ত বিলাসিতা এই মুহূর্তে আছে পরে আবার নেই। আর এই চেতনাটা আমাকে শিকড়ের সঙ্গে জুড়ে রাখে।’

রাশমিকার শেষ দুটি ছবি বক্স অফিসে ব্যাপক হিট হয়েছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত ছবি ‘অ্যানিম্যাল’। সেখানে তাকে রণবীর কাপুরের বিপরীতে দেখা গিয়েছিল।

অন্যটি সুকুমার পরিচালিত ছবি ‘পুষ্পা ২: দ্য রুল’। এই ছবিতে তিনি আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করেছিলেন। দুটি ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।

 

 

আ হা / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *