রাত ৯:২৭ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গুলশানে বন্ধ ব্যাটারি-চালিত রিকশা, প্রতিবাদে চালকদের মিছিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৯ এপ্রিল ২০২৫

 

রাজধানীর গুলশান এলাকায় আগে কেবল নিবন্ধিত প্যাডেল-চালিত রিকশা চলাচল করতে পারত। গত ৭/৮ মাস ধরে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পর ব্যাটারি-চালিত রিকশাও এখানে চলাচল শুরু করে। এলাকার বাসিন্দারা এতে বেশ অসন্তুষ্ট। তারা ব্যাটারি-চালিত রিকশা গুলশানে চান না।

এলাকাবাসীর দাবির মুখে গুলশান সোসাইটি ও পুলিশের উদ্যোগে আজ (শনিবার) থেকে গুলশান এলাকায় সব ধরনের ব্যাটারি-চালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সকাল থেকে গুলশান ১ থেকে ২ নম্বর পর্যন্ত মূল সড়ক এবং ভেতরের সড়কগুলোতে ব্যাটারি-চালিত রিকশা ঢুকতে দেওয়া হয়নি।

নিষিদ্ধ হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন ব্যাটারি-চালিত রিকশাচালকরা। দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন রিকশাচালক গুলশান-২ নম্বরের দিক থেকে ভেতরের রাস্তা দিয়ে মিছিল করেন। তারা ব্যাটারি-চালিত রিকশা চলতে দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।

ব্যাটারি-চালিত রিকশা বন্ধের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গুলশান সোসাইটি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ থেকে গুলশানের ৯টি প্রবেশপথে এমন রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে গুলশান সোসাইটি ২০ জন অতিরিক্ত গার্ড নিয়োগ দিয়েছে। যারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে

ব্যাটারি-চালিত রিকশা বন্ধ করায় খুশি হয়েছেন প্যাডেল-চালিত রিকশাচালকরা। তারা এটি স্থায়ীভাবে কার্যকর দেখতে চান।

এ বিষয়ে গুলশানের স্থায়ী নিবন্ধিত প্যাডেল রিকশা চালক আজাহার আলী বলেন, এটা খুবই ভালো উদ্যোগ। ব্যাটারি-চালিত রিকশা গুলশানের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা করে, এই গাড়ি ওই গাড়ির সাথে ধাক্কা লাগায়। আজ ব্যাটারি-চালিত রিকশা গুলশানে ঢোকেনি, তাই সড়কের পরিবেশ খুব ভালো আছে।

গুলশানের বাসিন্দা হাবিবুর রহমান মিয়া বলেন, আগে গুলশানে শুধু নিবন্ধিত রিকশাগুলো চলাচল করত, এতে পরিবেশটা খুব ভালো ছিল। কিন্তু গত সাত-আট মাস ধরে ব্যাটারি-চালিত রিকশা চলাচল করে গুলশানের ভেতরে পরিবেশ নষ্ট করে দিয়েছে। তারা একে তো গুলশানের ভেতরে সড়কগুলো চেনে না, আবার দ্রুতগতির রিকশা এনে দুর্ঘটনা ঘটায়। বাসিন্দারা এসব রিকশার কারণে সড়ক পারাপারেও ভয় পান। আজ এসব রিকশা চলাচল করতে দেখা যাচ্ছে না, ভেতরের পরিবেশটা আজ খুব ভালো লাগছে। গুলশান সোসাইটিকে আরও বেশি কঠোর হতে হবে।

দুপুরের দিকে ৮০ থেকে ১০০ জন ব্যাটারি-চালিত রিকশাচালক মিলে একটি মিছিল বের করে গুলশান-২ থেকে গুলশান-১ নম্বরের দিকে যাওয়ার চেষ্টা করে। মিছিলে অংশ নেওয়া ব্যাটারি-চালিত রিকশাচালক মুঞ্জু বলেন, গুলশান এলাকা কারো নিজস্ব সম্পত্তি না। অন্য রিকশা চললে এখানে ব্যাটারি-চালিত রিকশাও চলতে দিতে হবে। গুলশান সোসাইটির সিদ্ধান্ত আমরা মানি না। আমাদের এখানে চলাচল করতে দিতেই হবে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মুখপাত্র মকবুল হোসাইন  বলেন, স্থানীয় কমিউনিটিকে সঙ্গে নিয়ে ডিএমপির সহযোগিতায় ক্রমান্বয়ে সব এলাকায় ব্যাটারি-চালিত রিকশা বন্ধের উদ্যোগ নিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। এরই ধারাবাহিকতায় গুলশান সোসাইটির সহযোগিতায় গুলশান এলাকায় ব্যাটারি-চালিত রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এ কাজটি নিয়মিত করবে ডিএনসিসি।

 

 

জ উ / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *