রাত ১২:২৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গুঞ্জনই সত্যি হচ্ছে!

বিনোদন ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৫messenger sharing button

twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কুবরা খান ও অভিনেতা গোহর রশিদ তাদের বিয়ের ঘোষণা দিয়েছেন। এই দুই অভিনয়শিল্পী কবে বিয়ে করছেন- তা নিয়ে পাকিস্তানের বিনোদন জগতে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। অবশেষে ভক্তদের সুখবর দিলেন তারা।

এই দুই তারকা তাদের বিয়ের ঘোষণার মধ্যেও একটি রহস্য রেখেছেন। তাদের ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে বিয়ের ঘোষণাটি হাস্যরসের ছলেই দিতে দেখা যায় তাদের।

ভিডিওটির প্রথম দিকে হুমায়ুন সায়েদ, আসিম আজহার এবং আজান সামি খানের মতো পাকিস্তানের জনপ্রিয় তারকাসহ কুবরা ও গোহরের কাছের বন্ধুদের দেখা যায়। ভিডিওতে তারা আনন্দের সঙ্গে বলছেন এবং কেউ কেউ পাশের জনকে জিজ্ঞাসা করছেন, ‘মেরে ইয়ার কি সাদি হ্যাঁয়’ (আমার বন্ধুর বিয়ে)।

এই ভিডিওর শেষ দিকে কুবরা ও গোহরকে একসঙ্গে দাঁড়িয়ে হাসতে দেখা যায়। উভয়ে এ সময় এমন ভাব করেন, যেন তারাও জানতে চান আসলে বিয়েটা কার। অবশেষে তারা দর্শকদের মাথা নেড়ে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দেন, আপনারা (দর্শকরা) যেটা ভাবছেন সেটাই- ‘আমাদেরই বিয়ে’।

এরপরই অনলাইন দুনিয়ায় ঝড় শুরু হয়। ভিডিওটি ভক্ত এবং সহকর্মীদের মধ্যে ব্যপক উত্তেজনা সৃষ্টি করেছে।

অভিনন্দন বার্তায় তারা এই দুই অভিনয়শিল্পীর ইনস্টাগ্রাম পোস্টটি ভরিয়ে দিয়েছেন।

এই জুটির রসায়ন ভক্তদের কাছে বরাবরই তুমুল প্রশংসিত। তাদের বিয়ে পাকিস্তানি বিনোদন জগতে একটি বহু প্রতীক্ষিত বিষয়ে পরিণত হয়।

তবে কুবরা এবং গোহর কেউই তাদের বিয়ের তারিখ নিয়ে বিস্তারিত কিছু শেয়ার করেননি। তাদের পোস্টটি ভক্তদের নিশ্চিত করল যে, ভক্তরা যা আশা করছিলেন, সেটিই হতে যাচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘সাং-এ-মাহ’র খ্যাত এ অভিনেত্রী জানিয়েছিলেন ফেব্রুয়ারিতেই তিনি বিয়ে করছেন। সেই হিসেবে ধারণা করা হচ্ছে, আগামী মাসেই এক ছাদের নিচে থাকা শুরু হবে কুবরা ও গোহরের।

টি টি / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *