সকাল ৬:৪২ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাজায় গণহত্যার প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে শিবিরের স্মারকলিপি

জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৫

 

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, মানবাধিকার লঙ্ঘন ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপি পররাষ্ট্র উপদেষ্টার প্রতিনিধির হাতে হস্তান্তর করেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর নেতৃত্বে ছাত্রশিবিরের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলাম, গবেষণা সম্পাদক গোলাম যাকারিয়া এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা মহানগর উত্তর ও পশ্চিম শাখার সভাপতি।

স্মারকলিপিতে ‘গাজায় ইসরায়েলি আগ্রাসনকে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মহলে কূটনৈতিক তৎপরতা চালানো, পাসপোর্টে ‘Except Israel’ পুনর্বহাল, ইসরায়েলি পণ্য বর্জন, ইসরায়েলেরে সঙ্গে কোনো গোপন বৈদেশিক চুক্তি থাকলে তা প্রকাশ, গাজার জন্য মানবিক সহায়তা ও আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচারসহ গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়।

স্মারকলিপিতে উল্লিখিত দাবির ভিত্তিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *