রাত ৪:১১ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গাইতে গাইতেই মারা যেতে চাই, এটাই এখন একমাত্র ইচ্ছে, আবেগঘন আশা ভোসলে

বিনোদন ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০২৫

 

বয়স ৯১, তবে এই বয়সে এসেও একাই নিজের সুরেলা কণ্ঠে মঞ্চ জমিয়ে দিতে পারেন আশা ভোসলে। সম্প্রতি ‘কাপল অব থিংস উইথ আরজে আনমোল অ্যান্ড অমৃতা রাও’-এর পডকাস্টে এসে সুরকার স্বামী আর ডি বর্মনকে নিয়ে নানা কথা বলেছেন আশা।

আর ডি বর্মনের বিনয়ী স্বভাবের কথা মনে করে আশা ভোসলে বলেন, ‘তাঁর আইকনিক মর্যাদা থাকা সত্ত্বেও তিনি নিজেকে কখনো বিশাল কিছু মনে করতে না। উনি জানতেনও না যে উনি কত বড় সংগীত পরিচালক। যে ধরনের সংগীত তৈরি করেছেন, তা নিয়ে কোনো অহংকার ছিল না। মানুষ টাকার জন্য পাগল, তবে আমি যদি তাঁকে একটা হিরেও দিই, তো উনি বলতেন, “এটি কী? এটা কি পাথর! পরিবর্তে এর চেয়ে একটা ভালো গান রেকর্ড করো।” গান রেকর্ড করা ওঁর কাছে হিরের চেয়েও মূল্যবান ছিল।’

আশা তাঁদের ডাকনাম সম্পর্কেও কথা বলতে গিয়ে বলেন, ‘আগে আমি তাঁকে পঞ্চম বলে ডাকতাম। তারপর আমি একটা গান গেয়েছিলাম, “বাবুয়া”। এর পর থেকে তিনি আমাকে ওই নামেই ডাকতেন। সময়ের সঙ্গে সঙ্গে এটা আরও ছোট হয়ে বাব হয়ে গিয়েছিল। তবে লোকজনের সামনে উনি আমাকে আমার নাম ধরেই ডাকতেন।’

মঞ্চে গান গাওয়ার সময় মানসিক চাপের কথাও সামনে এনেছেন আশা। তাঁর কথায়, ‘স্টুডিওতে একজন সংগীত পরিচালক উপস্থিত থাকলে সবকিছু সহজে হয়ে যায়। তবে মঞ্চে তিনি থাকেন না। মঞ্চে আবেগ পুরো বিষয়টা দখল করে রাখে। গলা আটকে যায়, কণ্ঠস্বর কাঁপে। স্মৃতিগুলো ভেসে আসে—সেই রাতগুলো, সেই চিঠিগুলো, বালিশের কাছে রাখা সেই গোলাপগুলো। শ্রোতারাও তাদের নিজস্ব অতীতকে পুনরুজ্জীবিত করে তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে।’

ভোসলে তাঁর সবচেয়ে বড় ইচ্ছার কথাও সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। জোর দিয়ে বলেন যে তাঁর এখন একমাত্র ইচ্ছা হলো শেষনিশ্বাস পর্যন্ত গান গাওয়া।

তাঁর কথায়, ‘একজন মায়ের ইচ্ছা কী? তাঁর সন্তানেরা ভালো থাকুক? একজন ঠাকুমার ইচ্ছা? তাঁর নাতি-নাতনিরা সুখে থাকুক। এখন আমার একমাত্র ইচ্ছা হলো, আমি যেন গান গাইতে গাইতেই মারা যাই। আমার শেখার মতো আর কিছুই বাকি নেই। আমি আমার পুরো জীবন গেয়েছি। আমি মাত্র তিন বছর বয়স থেকে শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করি। প্লেব্যাক করছি ৮২ বছর হয়ে গেছে। অর এখন ইচ্ছা হলো, আমি গাইতে গাইতে মরতে চাই। এটাই আমাকে সবচেয়ে সুখী করবে।’

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *