সকাল ৭:৫৪ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘গবেষণা হলো সত্যের সাক্ষ্য’ : র‍্যাংকিং উন্নয়নে গবেষণায় গুরুত্বারোপ বিএমইউ উপাচার্যের

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ এপ্রিল ২০২৫

 

‘গবেষণা হলো সত্যের সাক্ষ্য। গবেষণার মাধ্যমেই হাজার হাজার, লাখ লাখ মানুষের রোগ প্রতিরোধ করা সম্ভব’ –এভাবেই শিক্ষক-চিকিৎসকদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গবেষণার গুরুত্ব তুলে ধরেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং উন্নীতকরণের লক্ষ্যে নানারকম দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যাপক শাহিনুল আলম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিংয়ের সঙ্গে অনেকগুলো বিষয় সম্পৃক্ত। জার্নাল ক্লাব ও ডিজিটাল লাইব্রেরির আধুনিকায়ন, আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা ও সমঝোতা বৃদ্ধি, উন্নতমানের গবেষণা নিশ্চিত করা জরুরি। প্রকৃতপক্ষে গবেষণা হলো সত্যের সাক্ষ্য।’

তিনি বলেন, ‘গবেষণার মাধ্যমেই হাজার হাজার, লাখ লাখ মানুষের রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই উন্নতমানের গবেষণায় শিক্ষক, রেসিডেন্ট সকলকেই উৎসাহের সঙ্গে এগিয়ে আসতে হবে। যা ইউনিভার্সিটির র‍্যাংকিং উন্নীতকরণে বিরাট ভূমিকা রাখবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমীন, প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমানসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকরা।

এতে র‍্যাংকিং কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. ফারিহা হাসিন একটি উপস্থাপনা তুলে ধরেন। সেখানে তিনি তুলে ধরেন, ‘আন্ডারস্ট্যান্ডিং র‍্যাংকিং সিস্টেমস’, ‘প্রস্তাবিত স্ট্র্যাটেজিক ডিরেকশনস’ এবং ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি)’ এর বিভিন্ন দিক।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘র‍্যাংকিংয়ের উন্নয়নের সঙ্গে গবেষণা ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু উন্নতমানের গবেষণা নিশ্চিত করতে গবেষণার জন্য পর্যাপ্ত ফান্ড বরাদ্দ করাও জরুরি।’

সভায় অংশগ্রহণকারী সবাই একমত পোষণ করেন যে বর্তমান বিশ্বব্যাপী প্রতিযোগিতার প্রেক্ষাপটে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিকে আন্তর্জাতিক র‍্যাংকিংয়ের মানদণ্ডে এগিয়ে নিতে একটি সুপরিকল্পিত ও গবেষণাভিত্তিক পথনকশা তৈরি ও বাস্তবায়ন জরুরি। তারা বলেন, কেবল ভালো পাঠদান নয়, বরং গবেষণায় আন্তর্জাতিক মান অর্জনের মাধ্যমেই র‍্যাংকিংয়ে অগ্রসর হওয়া সম্ভব।

গুরুত্বপূর্ণ এ সভায় আন্তর্জাতিক জার্নালে প্রকাশনা, জার্নাল ক্লাব ও ডিজিটাল লাইব্রেরির আধুনিকায়ন, শিক্ষকদের আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ এবং বৈদেশিক উচ্চশিক্ষা ও গবেষণায় অংশীদারিত্ব বাড়ানোর মতো পদক্ষেপগুলো বিশেষভাবে গুরুত্ব পায়।

 

 

শ ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *