দুপুর ১:৩৬ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গণহত্যার সুষ্ঠ তদন্তের জন্য জাতিসঙ্গে চিঠি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

১০ আগস্ট ২০২৪

 

বৈষম্যবিরোধী আন্দোলনে সরকার গণহত্যা চালিয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘গণহত্যার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসঙ্ঘের কাছে চিঠি পাঠাব।’

আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলনে সরকার নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিছে। সে ব্যাপারে আমরা সবসময় কথা বলে এসেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণহত্যার বিষয়ে জাতিসঙ্ঘের কাছে নিরপেক্ষ তদন্তের জন্য চিঠি পাঠাব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছেও এ বিষয়ে চিঠি দেবো। পাশাপাশি আন্দোলনের সমর্থন দেয়ার জন্য আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের বন্দী করা হয়েছে, তাদের মুক্তির জন্য উদ্যোগ নিতে এ সরকারকে চিঠি দেবো।

তিনি বলেন, ‘দেশে ও দেশের বাইরে কিছু গণমাধ্যম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিক খবর প্রচার করছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির হচ্ছে বলে জানাচ্ছে। যা আমরা মনে করি একেবারেই সঠিক নয়। কিছু কিছু জায়গা কিছু কিছু সমস্যা তৈরি হয়েছে, যা সাম্প্রদায়িক নয়। রাজনৈতিক ঘটনা ঘটেছে। এসবের জন্য বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর চেষ্টা হচ্ছে। এর আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে বিএনপি জড়িত নয়। পাশাপাশি দেশের সুষ্ঠু ও স্বাভাবিক কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জড়িত নয়। এটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত চলছে। নতুন করে যে স্বাধীনতা অর্জিত হয়েছে তা ধ্বংস করা চক্রান্ত।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান প্রমুখ।

 

জা ই /এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *