রাত ৩:১১ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

গণতন্ত্রকে পতাকায় রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ : মির্জা ফখরুল

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
১৬ ফেব্রুয়ারি ২০২৫

 

 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে পতাকায় রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গন্তব্যে পৌঁছাতে পারি।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে (বড় মাঠ) জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দিক-নির্দেশনায় দেশের ক্রীড়া ও সংস্কৃতিকে এগিয়ে নিতে নেতৃত্বে দিচ্ছে বিএনপি। ছাত্র-জনতা ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সুযোগ করে দিয়েছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে তা সকলকে গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ছাত্র-জনতা অভ্যুত্থান সংঘটিত করে নতুন যে বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে, সে সুযোগ আমাদের শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা, সামাজিক জীবন, স্বাস্থ্য ও রাজনীতির ক্ষেত্রে কাজে লাগাতে হবে।

বিএনপি মহাসচিব বলেন, দেশে একটা ভয়ঙ্কর সময় আমরা পার করেছি। প্রায় ১৫ বছর একটা পাথর আমাদের বুকের মধ্যে চেপে ছিল। সেই পাথর সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের তরুণেরা-ছাত্ররা যে একটি ছাত্র-জনতার অভ্যুত্থান সংঘঠিত করে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ করে দিলো তা যেন আমরা গ্রহণ করি।

এ সময় ঢাকা উত্তর শাখা বিএনপির ক্রীড়া সম্পাদক মো. আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সাবেক ফুটবল খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস ও জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রমুখ উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামে দিনাজপুর জেলা বিএনপি ও পঞ্চগড় জেলা বিএনপি।

 

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *