স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৫
সবশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা রান ছিল না রোহিত শর্মার ব্যাটে। টুর্নামেন্ট খেলেছেন ৫ ম্যাচ, করেছেন ১৮০ রান। তবে দলকে চ্যাম্পিয়ন বানানোর কারণে রোহিতের ব্যক্তিগত রানখরার প্রসঙ্গটা আড়ালে চলে যায়। এমনকি দূরে চলে যায় তার ফর্ম নিয়ে কথাবার্তাও। চলমান আইপিএলেও রান পাচ্ছেন না মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক অধিনায়ক।
লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের আগে নতুন করে বিতর্কে রোহিত শর্মা। লখনৌয়ের মেন্টর জহির খানের সঙ্গে তার কথোপকথন প্রকাশ্যে এসেছে। সেখানে রোহিতের একটি বক্তব্যকে কেন্দ্র করেই তৈরি হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে, রোহিতের কি মুম্বইয়ের হয়ে খেলায় তেমন মন নেই?
ঘটনা হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্স নিজেরাই এই বিতর্কিত ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে অনুশীলনে জাহিরের সঙ্গে কথা বলছেন রোহিত। সেই সময় তাকে পেছন থেকে জড়িয়ে ধরছেন ঋষভ পান্ত। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঠিক তার আগে রোহিত বলছেন, ‘আমার যা করার ছিল করে দিয়েছি। সব সময় করেছি। এখন আর আমার কিছু করার প্রয়োজন নেই।’
মুম্বাইকে পাঁচবার আইপিএল জিতিয়েছেন অধিনায়ক রোহিত। কিন্তু এখন আর অধিনায়ক নন। হার্দিক পাণ্ডিয়া নেতৃত্ব দিচ্ছেন দলকে। রোহিত ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলছেন। শুধু ব্যাট করার সময় নামছেন। কিন্তু তার ব্যাটে রান নেই। রোহিতের খেলার ইচ্ছা নেই বলে অভিযোগ উঠছে। এর মাঝেই তার এমন বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছে।
এর আগে গত বছর ইডেনে রোহিতের একটি বক্তব্য নিয়ে চর্চা শুরু হয়েছিল। রোহিতকে বলতে শোনা গিয়েছিল, “সব বদলে যাচ্ছে। সে সব ওদের ব্যাপার। যতই হোক, দলটা আমার হাতে তৈরি। আমার বাড়ি এটা। এই মন্দির আমি বানিয়েছি।”
এরপরেই রোহিত বলছিলেন, “আমার কিছু যায়-আসে না, এটা আমার শেষ বছর।” জল্পনা তৈরি হয়েছিল, রোহিত হয়তো মুম্বাইয়ের হয়ে আর খেলবেন না আইপিএলে। যদিও এই বছর নিলামের আগে মুম্বাই জানিয়ে দেয় রোহিতকে রেখে দিচ্ছে তারা।
জ উ/ এনজি