রাত ৪:২১ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

খিলগাঁওয়ে স’মিলে আগুন

নিজস্ব প্রতিবেদন
২১ ফেব্রুয়ারি ২০২৫

 

 

রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।

শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে সাতটার দিকে আমাদের কাছে খবর আসে খিলগাঁওয়ে দুতলা একটি স’মিলে আগুন লেগেছে।খবর পেয়ে ঘটনাস্থলে দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাস্তায় আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া আগুনে কেউ হতাহত হিয়েছে কিনা- এ বিষয়ে কিছু জানা যায়নি।

 

জা ই / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *