রাত ৪:৩০ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

ক্ষমতা নিতে নয় বরং দায়িত্ব পালন করতে এসেছি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা7

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

২১ ফেব্রুয়ারি ২০২৫

 

 

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “আমরা যার উপদেষ্টা আছি তারা শুধু চট্টগ্রামের জন্য নয় বরং বাংলাদেশের জন্য কাজে নেমেছি। আমরা ক্ষমতা নিতে নয়, দায়িত্ব পালন করতে এসেছি।”

উপদেষ্টা আজ বিকালে গাজীপুরের পূবাইলে হাসনাহেনা পিকনিক স্পটে বৃহত্তর চট্টগ্রাম সমিতি -গাজীপুর মেজবান ও চট্টলা উৎসব ২০২৫ এর অনুষ্ঠানে এসব কথা বলেন।

চট্টগ্রামের ভাষা রক্ষার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, চট্টগ্রামের জনগণ যে ভাষায় কথা বলেন তার মধ্যে ইংরেজি, আরবি, পর্তুগিজ, আরাকানিজ ভাষার সংমিশ্রন দেখা যায়। মাতৃভাষা দিবসে বলতে চাই চট্টগ্রামের ভাষা একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা। তিনি আরো বলেন দেশের অন্যান্য জায়গার মত গাজীপুরে চট্টগ্রামের মানুষ বিভিন্ন স্বনামধন্য ব্যবসার সাথে জড়িত হয়ে দেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে যাচ্ছে ।

উপদেষ্টা আরো বলেন, বায়ান্নোর ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে অনেকেই শহীদ হয়েছেন। তবে চব্বিশে যারা প্রাণ দিয়েছেন তাদের বেশির ভাগই তরুণ। বাংলাদেশের জনগণের যখন নিশ্বাস বন্ধ হবার মত অবস্হা ; কোন কিছু করতে পারছিলোনা ঠিক সে সময়ই তরুণরা আমাদের পরিত্রাণ দিয়েছে – করেছে মুক্ত।

তিনি বলেন, চট্টগ্রাম একদিকে যেমন অলি- আউলিয়ার দেশ অন্যদিকে শেফালী ঘোষ, শ্যাম সুন্দর বৈষ্ণব, রমেশ শীলদের জন্ম তারা আমাদের গর্ব।

উপদেষ্টা বলেন, চট্টগ্রামের সমস্যা বলি আর গর্ব বলি তারা মেজবান ছাড়া কিছু বোঝেনা। মহেশখালী পান বিশেষ গুণসম্পন্ন এবং জিআই পণ্য। এখানকার পানের যে গুণ আছে তা দেশের অন্য কোন পানে সেধরণের গুণ নাই। মহেষখালীর পান আমাদের সম্পদ আর তা রক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।

এসময় আরো উপস্হিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুরের সভাপতি মোহাম্মদ সোহেল সাদাত, সাধারণ সম্পাদক ড. দেবজ্যিৎ রায়, সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম ঝিনুক, ভাইস চেয়ারম্যান এ.এম. মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রফেসর ড. এস এম মিজানুর রহমান প্রমুখ।

 

জা ই/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *