নিজস্ব প্রতিবেদক, ফেনী
৩১ আগস্ট ২০২৪
ফেনীতে ভয়াবহ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পূণর্বাসন না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থেকে সর্বাত্মক সহযোগীতা করে যাবে বিএনপি। আজ (৩১ আগস্ট) শনিবার সকালে ফেনী ও দাগনভূঞায় বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী বিতরণকালে এ মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
তিনি বলেন, আমাদের দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষনিক বন্যাদূর্গতদের খোঁজখবর নিচ্ছেন। তারা আমাদের সকলস্তরের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে, যতদিন না পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্থরা পূণর্বাসিত না হবে ততদিন পর্যন্ত যেন বন্যার্তদের পাশে থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য।
শনিবার সকালে ফেনীর দাগনভূঞা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ও আশ্রয়কেন্দ্রসমূহে বন্যার্তদের উপহারসামগ্রী বিতরণ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য এল রহমান, দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহজান মিয়া সম্রাট, সমবায় দলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সদস্য রাজু, হাবিব প্রমুখ।
এর আগে ফেনী জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরনে দোয়া মাহফিল ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফেনীর বন্যার্তদের মাঝে উপহারসামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। ফেনী জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় আরো
বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রাহেনা আক্তার রানু, নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ্ উদ্দিন, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ন আহ্বায়ক, গাজী হাবিবুল্লাহ মানিক, আনোয়ার পাটোয়ারী, জেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম প্রমুখ।
জা ই/ এনজি