সকাল ৬:৩২ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কোহলির ‘সেঞ্চুরি’, আইপিএলে নয়া রেকর্ড ভারতীয় ব্যাটারের

স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫

 

আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক তিনিই। বিরাট কোহলির সঙ্গে রেকর্ড শব্দটার সখ্যতা বেশ অনেক আগে থেকেই। আইপিএলের ১৮তম আসরে এসেও নিজেকে ব্যস্ত রেখেছেন রেকর্ডের সঙ্গেই। আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেকে নিয়ে গেলেন নতুন উচ্চতায়। ক্রিকেট বিশ্বে মাত্র ২য় ক্রিকেটার হিসেবে ভিন্ন রকমের সেঞ্চুরি করেছেন কোহলি।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে টার্গেট খুব একটা বড় ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। ১৭৪ টার্গেট। আর সেটাকে শুরুতেই হাতের নাগালে নিয়ে আসেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট। ৩৩ বলে ৬৫ রান করে শুরুতেই দলকে চাপমুক্ত করে দেন সল্ট। তবে বিরাট কোহলি খেলেছিলেন কিছুটা রয়েসয়ে। ১২০ এর ওপর স্ট্রাইক রেট রেখেই ব্যাট করে গিয়েছেন পুরোটা সময়।

৩৯ বলে পেয়েছেন ফিফটি। আর সেটাই উঠে গিয়েছে ইতিহাসের পাতায়। এই ইনিংস দিয়েই ক্রিকেট ইতিহাসে মাত্র ২য় ক্রিকেটার হিসেবে ১০০ টি-টোয়েন্টি ফিফটি পূরণ করেছেন বিরাট কোহলি। তারচেয়ে বেশি টি-টোয়েন্টি ফিফটি আছে কেবল অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের।

 

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ফিফটি

১০৮ – ডেভিড ওয়ার্নার
১০০ – বিরাট কোহলি
৯০ – বাবর আজম
৮৮ – ক্রিস গেইল

তবে অন্য এক রেকর্ডে ঠিকই ওয়ার্নারের সঙ্গে শীর্ষ স্থান দখল করেছেন কোহলি। যৌথভাবে আইপিএলে সবচেয়ে বেশি ফিফটি পেরুনো স্কোর এখন কোহলির। আজকের ইনিংসের পর আইপিএলে কোহলির পঞ্চাশোর্ধ ইনিংস ওয়ার্নারের সমান ৬৬টি। এর মাঝে কোহলি ফিফটি করেছেন ৫৪টি। আর সেঞ্চুরি করেছেন ৮টি।

৬৬ – ডেভিড ওয়ার্নার
৬৬ – বিরাট কোহলি
৫৩ – শিখর ধাওয়ান
৪৫ – রোহিত শর্মা

কোহলি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৬২ রানে। তার দল বেঙ্গালুরুও জিতেছে ৯ উইকেটের বড় ব্যবধানে। ৬ ম্যাচে ৪ জয়ে বেঙ্গালুরু এবারে উঠে এসেছে পয়েন্ট তালিকার তিন নম্বর স্থানে।

 

 

জ উ / এনজি

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *