সকাল ৯:৪৮ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কোটাবিরোধী ও শিক্ষকদের আন্দোলনে এনডিপি’র সমর্থন

নিজস্ব প্রতিবেদন
০৮ জুলাই ২০২৪

 

 

সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক এবং কোটাবিরোধীদের চলমান দুই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি।
সোমবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা এনডিপি পরিবারের পক্ষ থেকে এই সমর্থনের কথা জানান।

এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা বলেন, একবিংশ শতাব্দীর এই সময়ে এসে প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক বৈশ্বিক ব্যবস্থায় টিকে থাকতে হলে মেধাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। তাই সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবিসমূহের সঙ্গে আমরা একমত।

তিনি বলেন, এই ডামি সরকার মুক্তিযুদ্ধের মূল চেতনা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে ভূলুণ্ঠিত করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার নতুন করে কোটা প্রথা চালু করতে চাইছে। যা ছাত্রসমাজের আন্দোলনের মাধ্যমে বাতিল করা হয়েছিল। নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতেই এ সরকার আজিজ, বেনজিরদের মতো দুর্নীতিবাজদের জন্ম দিয়েছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রীয় কোষাগার প্রায় শূন্য। ব্যাংকিং খাত প্রায় দেউলিয়া, এরকম লুটেরাতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য এরকম পেনশন স্কিমের মতো আরও স্কিম চালু করে জনগণের পকেট শূন্য করতে চায় এই লুটেরা সরকার।

 

জা/ই : এন জি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *