রাত ১:৩২ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কেমন কাটছে রাজ-শুভশ্রীর দুর্গাপূজা

বিনোদন ডেস্ক
১১ অক্টোবর ২০২৪

 

হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। গতকাল ছিল সপ্তমীর দিন। এদিন পূজামণ্ডপগুলোতে ছিল দেবীভক্তদের উপচেপড়া ভিড়। আর এ উৎসব উপলক্ষ্যে সপ্তমীর সকালে টালিউড নির্মাতা রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সন্তানদের সঙ্গে ব্যস্ত সময় কাটিয়েছেন। অন্যদিকে বাড়িতেই সময় কাটিয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী পিয়া চক্রবর্তী।

পূজার দিনে পরিবারের সঙ্গে সময় কাটানোর মজাই অন্য রকম। দৈনন্দিন কর্মব্যস্ততা নেই। শুধু আনন্দ আর উৎসব। সপ্তমীর সকালে তাই পরিবারের সঙ্গেই নিজেদের মতো করে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন টালিপাড়ার চর্চিত দুই দম্পতি।

প্রত্যেক বছর কলকাতায় নিজের আবাসনের পূজাতেই সময় কাটাতে পছন্দ করেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। গত বছর ৩০ নভেম্বর দম্পতির পরিবারে এসেছে নতুন সদস্য ইয়ালিনি। তাই ছেলে ইউভানের সঙ্গেই মেয়েকে নিয়ে এ বছর পূজা উপভোগ করছেন তারা। পরিবারের সঙ্গে সামাজিকমাধ্যমে ছবি শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। সেই ছবিতে দেখা যাচ্ছে, নীল পাঞ্জাবিতে সেজেছেন রাজ। অভিনেত্রীর পরনে লাল পাড় নকশাকাটা সাদা শাড়ি। পেছনে রয়েছে দেবীপ্রতিমা। তবে ওই ছবিতে অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছে ইউভান ও ইয়ালিনির উপস্থিতি। সাদা পাজামা-পাঞ্জাবিতে ইউভান কিছুটা গম্ভীর। অন্যদিকে গোলাপি ফুলতোলা পোশাকে সেজেছে ইয়ালিনি। এটা তার প্রথম পূজা। অন্য এক ছবিতে শুভশ্রীর কোলে দুই সন্তানকে একসঙ্গে হাসিমুখে খেলতেও দেখা গেছে। পূজার দিনগুলো পরিবারের সঙ্গে রাজ-শুভশ্রী যে চুটিয়ে উপভোগ করছেন, তা এক প্রকার স্পষ্ট।

এদিকে অভিনেতা পরমব্রত ও পিয়ার এটাই প্রথম পূজা। শুরু থেকেই তারা ছিমছাম থাকতে পছন্দ করেন। এর আগে আনন্দবাজার অনলাইনকে এ দম্পতি জানিয়েছিলেন– পূজার দিনগুলো তারা নিরিবিলিতে কাটাতে চান। পরমব্রত বলেছিলেন, এবার পূজায় বিশ্রামমুখী হওয়ার চেষ্টা করব। একদিন হয়তো কলকাতার বাইরে একটা পূজায় যাব।

গতকাল বৃহস্পতিবার পিয়া সামাজিকমাধ্যমে যে ছবি ভাগ করে নিয়েছেন, তা যেন আরও একবার সে কথাই প্রমাণ করল। সপ্তমীতে রঙমিলন্তি পোশাকে ধরা দিয়েছেন চর্চিত দম্পতি। থিম কমলা রঙ। পরমব্রতের পরনে হাফ শার্ট এবং পিয়ার পরনে শাড়ি। সঙ্গে রয়েছে বাড়িতে তাদের কোলজুড়ে থাকা সারমেয়রা। ছবির ক্যাপশনে পিয়া লিখেছেন—বাড়িতেই। পোষ্যদের নিয়ে তাদের পূজা যে ভালোই কাটছে, তা আন্দাজ করা যায়।

 

ফা আ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *