রাত ৪:৫৫ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কেউ প্রতারিত হলে আমি দায়ী থাকব না: পূজা চেরি

বিনোদন ডেস্ক
১৬ আগস্ট ২০২৪

 

চিত্রনায়িকা পূজা চেরি প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কিছু জুয়ার বিজ্ঞাপনে বিনা অনুমতিতে তার ছবি ব্যবহৃত হচ্ছে দাবি করে এক ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি।

গত ১৪ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট করে পূজা লিখেছেন, ‘কতিপয় কিছু অসাধু পেইজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া / গেইমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সাথে আমি ব্যক্তিগত ভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি খুব শীঘ্রই আইনি ব্যবস্থা নিবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার সাথে আমি দায়ী থাকবো না, ধন্যবাদ।’

বাংলাদেশের আইনে জুয়া খেলা নিষিদ্ধ। জুয়ার কোনো বিজ্ঞাপন কিংবা প্রচারণায় জড়িত থাকাও অপরাধ। তবে সম্প্রতি দেশের বেশ কয়েকজন তারকার ছবি জুয়ার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের প্রচারণায় দেখা গেছে।

উল্লেখ্য, শিশুশিল্পী হিসাবে বিনোদন জগতে আবির্ভাব হয় পূজা চেরির। এখন ঢালিউডে দাপিয়ে বেড়াচ্ছেন ‘পোড়ামন-২’ খ্যাত এই অভিনেত্রী।

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *