সকাল ১১:৪৭ | মঙ্গলবার | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, বসন্তকাল | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কৃষি ঋণেও সিআইবি রিপোর্ট বাধ্যতামূলক

জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ মার্চ ২০২৫

 

এখন থে‌কে কো‌নো প‌রিমাণ কৃষি ঋণ অনুমোদন অথবা ঋণের মেয়াদ বাড়া‌তে সিআইবি (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) রিপোর্ট যাচাই করতে হবে। এতো‌দিন আড়াই লাখ টাকা পর্যন্ত কৃষি ও পল্লী ঋণে সিআইবি রিপোর্ট প্রয়োজন হতো না।

রোববার (২৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি ক‌রেছে।

নির্দেশনা অনুযায়ী, ক্রেডিট ইনফরমেশন ব্যুরো বা সিআইবি রিপোর্ট যাচাই ছাড়া ঋণ প্রদান করা হলে ওই গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা পরিমাণের একাধিক শস্য ও ফসল ঋণ গ্রহণ করলেও ব্যাংকের পক্ষে তা জানা সম্ভব হচ্ছে না। এ প‌রি‌স্থি‌তি‌তে খেলাপি ঋণ বাড়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। বর্তমানে সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে। ব্যাংকগু‌লো বাংলাদেশ ব্যাংকের সিআইবি সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর সিআইবি রিপোর্ট সংগ্রহ করতে পারছে।

নির্দশনায় বলা হয়, এখন থেকে কৃষি ও পল্লী ঋণের (এমএফআই লিংকেজ ব্যতীত) আওতাভুক্ত সব খাতে যেকোনো পরিমাণের নতুন ঋণ মঞ্জুরি বা বিদ্যমান ঋণ নবায়নের জন্য সিআইবি রিপোর্ট যাচাই করতে হবে।

২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ও কর্মসূচির অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে বলে নির্দেশনায় বলা হ‌য়ে‌ছে।

 

 

টি আই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *