রাত ১০:৪১ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

‘কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফ্যাসিবাদিদের মতো হয়ে উঠছে : নুর’

এনজি প্রতিবেদন

১৭ জানুয়ারি ২০২৫

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

‘কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফ্যাসিবাদিদের মতো হয়ে উঠছে’

কিছু কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীদের আচরণ ফ্যাসিবাদিদের মতো হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।এতে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে রংপুর সিটি বাজারে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে মতবিনিময় সভায় নুর এ মন্তব্য করেন।এ সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নুর বলেন, শুধু ভোট আর নির্বাচনের জন্য এই গণঅভ্যুত্থান হয়নি। রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের মাধ্যমে একটি গণতান্ত্রিক, মানবিক ও জনআঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জায়গা থেকেই এই গণঅভ্যুত্থান হয়েছে। কাজেই রাষ্ট্র সংস্কার অনিবার্য হয়ে ‍উঠেছে।
এ সময় তিনি বলেন, দেশের মানুষ আওয়ামী লীগের কবর রচনা করেছে। তারা রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে। নতুন করে নির্বাচনে অংশ গ্রহণের অধিকার আওয়ামী লীগের নেই।
এ সময় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান গণঅধিকার পরিষদের সভাপতি। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্থানীয় সরকারের বিতর্কিত সব নির্বাচনে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন, তাদেরকে অপসারণ করা হয়েছে। এখন আর স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নেই। যার ফলে স্থানীয় সরকারের কার্যক্রম কার্যত স্থবির। এজন্য দ্রুত স্থানীয় নির্বাচনের আহ্বান জানান নুর।
জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *