বিকাল ৫:৪০ | শুক্রবার | ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কাশ্মির নিয়ে পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনা, ভারতে সর্বদলীয় বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫

 

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সশস্ত্র হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। দুই দেশই একেঅপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কূটনৈতিক ব্যবস্থা নিয়েছে। এসবের মধ্যে ভারতে সবগুলো রাজনৈতিক দলকে নিয়ে শুরু হয়েছে সর্বদলীয় বৈঠক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানী নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজ্জু, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, কংগ্রেসের প্রেসিডেন্ট মালিকার্জুন খার্গে, কংগ্রেস এমপি রাহুল গান্ধী অথবা অন্যান্য সংসদীয় নেতারা বৈঠকে বসেন।

যা বাংলাদেশ সময় রাত পৌনে আটটা পর্যন্ত চলছিল বলে জানায় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড।

গত মঙ্গলবার ভারতের কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। এরপর থেকে উত্তেজনা বাড়তে থাকে।

ভারত অভিযোগ করছে, পরোক্ষভাবে এ হামলায় পাকিস্তান জড়িত। জম্মু-কাশ্মিরের স্থানীয় পুলিশ তিন হামলাকারীর নাম প্রকাশ করেছে। যারমধ্যে দুইজন পাকিস্তানি বলে দাবি করেছে তারা।

এসবের মধ্যে ভারত ও পাকিস্তান উভয় দেশের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে। এরমধ্যে আজ বৃহস্পতিবার ভারত নতুন করে ঘোষণা দিয়েছে, তারা পাকিস্তানি নাগরিকদের আর কোনো ভিসা দেবে না। এরসঙ্গে নিজ দেশের নাগরিকদের দ্রুত সময়ে পাকিস্তান ছাড়তে বলেছে তারা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ভারতীয়দের পাকিস্তানে ভ্রমণ থেকে বিরত থাকতে দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হলো। যেসব ভারতীয় এখন পাকিস্তানে অবস্থান করছেন তাদেরও দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দেওয়া হলো।”

এরআগে মেডিকেল ভিসা-সহ পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা স্থগিতের ঘোষণা দেয় নয়াদিল্লি। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইতোমধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য জারি করা সব ধরনের বৈধ ভারতীয় ভিসা আগামী রোববার (২৭ এপ্রিল) থেকে বাতিল হয়ে যাবে।

এছাড়া ওই দেশের নাগরিকদের দেওয়া সকল মেডিকেল ভিসাও মঙ্গলবার (২৯ এপ্রিল) পর্যন্ত বৈধ থাকবে। বিবৃতিতে বলা হয়েছে, ভারতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে সংশোধিত এই সময়সীমার মধ্যে অবশ্যই ভারত ত্যাগ করতে হবে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, যেসব পাকিস্তানি নাগরিকের কাছে ভারতীয় ভিসা রয়েছে, তারা ভারত ত্যাগ করার জন্য ৭২ ঘণ্টার সময় পাবেন। ভিসা বাতিলের পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবাও স্থগিত করেছে ভারত। এর ফলে পাকিস্তানি নাগরিকরা ভারত ভ্রমণের জন্য কোনও ধরনের নথি পাবেন না।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিজ নাগরিকদের পাকিস্তান থেকে ফেরার পরামর্শ দেওয়ায় ভারত শিগগিরই পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

 

জ উ / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *