সকাল ৮:৫৭ | শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কারিগরির ১৯ চিফ ইন্সট্রাক্টরকে অধ্যক্ষ পদে পদোন্নতি

জ্যেষ্ঠ প্রতিবেদক
১৪ জানুয়ারি ২০২৫

 

 

৫ম গ্রেডে অধ্যক্ষ পদে পদোন্নতি পেয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ১৯ জন চিফ ইন্সট্রাক্টর।

রোববার (১২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপসচিব মো. সাদেকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদের এই পদোন্নতি দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ১৯ জন (চিফ ইন্সট্রাক্টর (টেক) শিক্ষক-কর্মকর্তাকে অধ্যক্ষ পদে পদোন্নতি প্রদান করা হলো। তারা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৫ম গ্রেড (৪৩০০০-৬৯৮৫০/) প্রাপ্য হবেন।

এতে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক/কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় বরাবর যোগদান করবেন। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষক/কর্মকর্তাদের পদোন্নতির অব্যবহিত পূর্বপদে (ইনসিটু) কর্মরত থাকবেন।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *