ভোর ৫:৩৭ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কারফিউ শেষে মাঠে নামলে ‘কঠোর’ হবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
২৬ জুলাই ২০২৪

 

>> কারফিউয়ের পর মোড়ে মোড়ে অবস্থান নেবেন আওয়ামী লীগের নেতারা
>>> সন্দেহজনক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার নির্দেশ
>>> নিষ্ক্রিয় নেতাদের সক্রিয় হওয়ার নির্দেশ হাইকমান্ডের
>>> দলের দুর্দিনে রাগ-অভিমান ভুলে মাঠে থাকার আহ্বান

 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্টি হওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এক সপ্তাহ ধরে দেশজুড়ে চলছে কারফিউ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে রয়েছে সেনাবাহিনী। চলমান কারফিউ উঠে যাওয়ার পর দুষ্কৃতকারীরা মাঠে নামলে কঠোর হাতে দমন করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোটা আন্দোলনের নামে সারা দেশে যে সহিংসতা চালানো হয়েছে তা বিএনপি-জামায়াত চালিয়েছে। রাজধানীতে মেট্রোরেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টুলবক্স, শত শত গাড়িসহ সরকারি প্রতিষ্ঠানগুলোতে জ্বালাও পোড়া, ভাঙচুর চালানো হয়েছে। শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, গাজীপুর, নরসিংদীসহ সারা দেশেই সহিংসতা চালিয়েছে দুষ্কৃতকারীরা। তবে কারফিউ ও সেনা মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনেছে সরকার।

 

দলীয় সূত্র জানায়, কোটা আন্দোলনের নামে যারা মাঠে নামবে তাদের প্রতিহত করার নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের হাইকমান্ড। আপিল বিভাগের রায়ের আগে শিক্ষার্থীদের জন্য মাঠে নামেননি দলীয় নেতারা। এখন আর শিক্ষার্থীদের কোনো ইস্যু নেই। তাই কারফিউয়ের পরে যদি দুষ্কৃতকারী আন্দোলনে নামে দলের নেতাকর্মীরাই তাদের প্রতিহত করবেন। এ জন্য রাজধানীর প্রতিটি মোড়ে অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছেন হাইকমান্ড।

দলীয় নেতাকর্মীরা সজাগ থাকবে, সর্তক থাকবে। পাড়া-মহল্লায় সংঘটিত হয়ে যেখানে এদের পাওয়া যাবে, অপরিচিত লোক দেখলেই তাদের পরীক্ষা করবে দলের নেতাকর্মীরা। অচেনারা পাড়া মহল্লায়, মেসে, বিভিন্ন বাসায় ভাড়া করে আছে। তাদের চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম
সূত্রটি আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোথাও কোনো অপরিচিত ব্যক্তি দেখলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অপরিচিতদের চলাফেরার দিকে লক্ষ্য রাখার জন্য তৃণমূলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ রয়েছে। দলের দুর্দিনে সকল নেতাকর্মীদের রাগ অভিমান ভুলে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় প্রভাবশালী নেতাদের ফোন দিয়ে সক্রিয় হতে বলছেন।

 

কারফিউ উঠে যাওয়ার পরের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ঢাকা পোস্টকে বলেন, ‘এদের (সহিংসতাকারীদের) আইনের আওতায় এনে কঠোর ভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। কাউকে ছাড় দেওয়া যাবে না। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, মানুষের জীবন রক্ষার জন্য, যা যা করা দরকার সব কিছু আইনিভাবে করা হবে। কোনো ছাড় নয়, এদের রেহাই দেওয়া যাবে না।’

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দলীয় নেতাকর্মীরা সজাগ থাকবে, সর্তক থাকবে। পাড়া-মহল্লায় সংঘটিত হয়ে যেখানে এদের পাওয়া যাবে, অপরিচিত লোক দেখলেই তাদের পরীক্ষা করবে দলের নেতাকর্মীরা। অচেনারা পাড়া মহল্লায়, মেসে, বিভিন্ন বাসায় ভাড়া করে আছে। তাদের চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করবে।’

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনোনয়ন বঞ্চিত অনেক নেতাকেই ফোন দিয়ে মাঠে নামিয়েছে আওয়ামী লীগ। ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য হাবিব আহসানসহ বেশ কয়েকজনকে মাঠে থাকার অনুরোধ করেছেন কেন্দ্রের শীর্ষ নেতারা।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *