রাত ৪:১৮ | বৃহস্পতিবার | ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

কাজের চাপে বিয়ে করতে পারছেন না নায়িকা

 

২০ ফেব্রুয়ারি ২০২৫

বলিউডের ভেতরে-বাইরে জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে, কৃতি স্যানন নাকি খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তার হবু বর লন্ডনের কোটিপতি। নাম কবীর বাহিয়া। পাত্রের মা-বাবা দিল্লিতেই থাকেন। বিয়ের কথা দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে চূড়ান্ত হলেও চলতি বছর বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না কৃতি।

চলতি বছর কৃতির বিয়ে কেনো হচ্ছে না- এ নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বলিউড সূত্রে জানা গেছে, এবছর বেশ কয়েকটা কাজ রয়েছে এ নায়িকার হাতে। সিরিয়ালে রয়েছে একের পর এক কাজ। বর্তমানে আনন্দ এল রাইয়ের ‘তেরে ইশক ম্যায়’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত কৃতি স্যানন। আর সেই সিনেমার কাজ সেরেই ‘ককটেল ২’র সিক্যুয়ালের প্রস্তুতি শুরু করবেন এ নায়িকা। যদিও ২০১২ সালের সুপারহিট সিনেমার এ সিক্যুয়ালে কেমন চরিত্রে ধরা দেবেন কৃতি, সেটা নিয়ে এখনো নির্মাতা কোনো কথা জানাননি। তবে অভিনেত্রী যে এবছর বিয়ের পিঁড়িতে বসতে পারবেন না, কৃতির ঘনিষ্ঠ সূত্রে সেকথা নিশ্চিত করা হয়েছে।

কৃতির এক ঘনিষ্ঠজনের কাছ থেকে জানা গেছে, ‘চলতি বছরে তার সময়টা কোথায় বিয়ে করার? কৃতি এখন দিল্লিতে। পুরোদমে আনন্দ এল রাইয়ের সিনেমা শুটিং করছে। আগামী কয়েক মাস পর্যন্ত সেটা নিয়েই ব্যস্ত থাকবে। মুক্তির চরিত্র ফুটিয়ে তুলতে ভীষণ পরিশ্রম করতে হচ্ছে নায়িকাকে। আর ‘তেরে ইশক ম্যায়’ সিনেমার কাজ শেষ হয়ে গেলেই ‘ককটেল ২’র শুটিং শুরু করবে। মাঝখানে বিরতিও নেই। পুরো ২০২৫ সালটাই কাজ নিয়ে এতো ব্যস্ত থাকবে কৃতি যে বিয়ের প্রস্তুতি তো দূরের কথা, নিঃশ্বাসই তো ফেলতে পারবেন না।’

jagonews24

গত বছর থেকেই বলিউডের আকাশে-বাতাসে গুঞ্জন শোনা যাচ্ছে, কৃতি স্যানন নাকি প্রেম করছেন। তাও আবার কম বয়সী ছেলের সঙ্গে। জানা গেছে, প্রেমিকের সঙ্গে কৃতির বয়সের পার্থক্য ৯ বছরের। মাঝেমধ্যেই কৃতি এবং তার প্রেমিককে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে।

লন্ডনের ব্যবসায়ী কবীর বাহিয়ার প্রেমেই হাবুডুবু খাচ্ছেন কৃতি স্যানন। এই কবীরের সঙ্গে দেখা করতে নাকি মাঝেমধ্যেই লন্ডনে যান নায়িকা। বোন নূপুর স্যাননের হাত ধরেই কবীরের সঙ্গে তার পরিচয়। তারপর বন্ধুত্ব থেকে প্রেম শুরু হয়।

jagonews24

এই কবীর বাহিয়া ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পাণ্ডিয়ার খুব কাছের বন্ধু। তাই শৈশব থেকে ক্রিকেট খেলাতেও পারদর্শী কবীর। গতবছর কবীরের সঙ্গেই হোলি কাটিয়েছিলেন কৃতি। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি শেয়ারও করেন এ নায়িকা। তারপর থেকেই গুঞ্জনের পালে হাওয়া লাগে।

সম্প্রতি কৃতি-কবীরের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবিও ভাইরাল হয়েছিল। এবার ‘ধূমকেতু’র মতো প্রেমিকের হাত ধরে দিল্লি বিমানবন্দরে দেখা যায় এ নায়িকাকে। সেখান থেকেই বিয়ের জল্পনা-কল্পনার সূচনা।

 

 

ফা আ/ এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *