দুপুর ১:০০ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কমিউনিটি ব্যাংকে চাকুরী স্থায়ী করনের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট ২০২৪

 

মঙ্গলবার (২০ আগস্ট )কমিউনিটি ব্যাংকে চাকুরী স্থায়ী করণের দাবিতে ব্যাংকের দুই শতাধিক চুক্তি ভিত্তিক কর্মকর্তা প্রধান শাখা পুলিশ প্লাজায় বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা কমিউনিটি ব্যাংকের এমডি মাশিউল হক চৌধুরীর ও গংদের অনিয়ম, দূরনীতি ও স্বেচ্চাচারিতা থেকে ব্যাংকটিকে বাছানোর জন্য পুলিশ মহা পরিদর্শকের (আইজিপি) হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, পুলিশের ঘামের টাকায় প্রতিষ্ঠিত ব্যাংকটি ডুবতে বসছে। তারা বেশ কিছু দাবি তুলে ধরেন।

০১. এমডি মাশিউল হকের দীর্ঘ ৭ বছরে নিয়োগ বানিজ্য, স্বেচ্চাচারিতা স্বৈরাচারি ও বৈষম্যমূলক আচরণে অতিষ্ঠ ব্যাংকের নিরিহ অফিসারগণ।
০২. ⁠নিয়োগ বানিজ্য ও পদোন্নতি বানিজ্য নিয়ে সবশেষ বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে আসছে. মানবসম্পদ বিভাগের হেডকে কোন রকম ব্যাংকিং অভিজ্ঞতা ছাড়া নিয়োগ ও নিয়োগের ৬ মাসের মধ্যে পদোন্নতি। বিগত ৯ মে আইজিপি  ও সমস্ত পরিচালকের সামনে উপস্থাপন করা হয়. এ বিষয়ে এখনো কোন ব্যাবস্থা নেয়া হয়নি.
০৩. ⁠প্রকিউরমেন্ট ডিভিশনে গত ছয় মাসে মোটা অংকের টাকার বিনিময়ে ৩ জনকে তাপসের মধুমতি ব্যাংক থেকে নিয়োগ দিয়ে ছেন। নিয়োগ বোডকে ম্যানেজ করে এত সেনসেটিভ ডিভিশনে একই প্রতিষ্ঠান থেকে কে ৩ জন নিয়োগ (হেডসহ) বিরল ঘটনা।
০৪. ⁠এমডি কট্টর আওয়ামী পরিবারের। টাঙ্গাইলে পরপর ২ বারের নির্বাচিত মহিলা এমপি অপরাজিতা হকের বোন জামাই. শ্বশুর প্রয়াত আওয়ামীলীগ নেতা টাঙ্গাইলের এমপি আসাদুজ্জামান. বাবা সুপ্রিম কোর্ট বারের সাবেক আওয়ামীলীগের নেতা।
০৫. ⁠এমডির একনায়ক আচরনের বিরুদ্ধে গেলেই চাকুরীচ্যুত, পদোন্নতি বন্ধ, অমানবিক আচরন, দূরব্যবহার করেন. শুধুমাত্র পুলিশের বিশ্বাসের অপব্যবহার ও বাস্তবতাকে পুজি করে বারবার এসমস্ত অপকর্মে লিপ্ত ও চুক্তির মেয়াদ বাড়ান।

ব্যাংকের চুক্তিভিত্তিক কর্মকর্তারা ব্যাংকের প্রধান শাখায় বিক্ষোভ করে বলেন, অবিলম্বে  চাকুরী স্থায়ীকরণ করা না হলে বৃহত্তর কঠিন আন্দোলন ডাকা হবে।

 

টি আই/ এনজি

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *