সকাল ৭:১৯ | রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কন্যা সন্তানের মা হলেন দীপিকা

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টম্বর ২০২৪

 

 

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এ মাসেই তার কোলজুড়ে নতুন অতিথির আশার কথা ছিল। তবে শরীর ভালো না লাগায় ৭ সেপ্টেম্বর তিনি পরিবারসহ হাসপাতালে যান। এরপর ৮ সেপ্টেম্বর সেখানে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। খবর : ইন্ডিয়া টুডে

পরিবারে নতুন অতিথির আগমনের মধ্য দিয়ে দুই থেকে তিনজন হলেন দীপিকা-রণবীর। তার মা হওয়ার বিষয়টি ভারতের একাধিক গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

৭ সেপ্টেম্বর বিকেলে মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালের সামনে পরিবারসহ দেখা যায় দীপিকাকে। যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ভিডিটি শেয়ার করে অনেক ভক্তই দীপিকাকে শুভকামনা জানিয়েছেন।

চিকিৎসকের তথ্য অনুযায়ী এ মাসের শেষের দিকে দীপিকার মা হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হাসপাতালে অভিনেত্রীকে দেখে ভক্তদের মাঝে আনন্দ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জানাচ্ছেন শুভকামনা। এদিকে প্রথম সন্তানের বাবা-মা হতে যাওয়া দীপিকা পাডুকোন ও রণবীর সিং ইতোমধ্যেই সন্তানের জন্য সব ধরনের প্রস্ততি সম্পন্ন করেছেন। নিয়েছেন নতুন বাড়িও।

 

জা ই / এনজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *